সাভারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০ !

  • আপডেট সময় : ০৪:১৩:০৮ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৭৭০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জমি দখলকে কেন্দ্র করে সাভারে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলিতে ৬০ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে সাভারের টান গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ভোর রাতে টান গেন্ডা এলাকায় মনোয়ার হোসেন মিষ্টু নামের এক ব্যক্তির বাড়িসহ প্রায় পাঁচ শতাংশ জমি দখল করে নেয় একটি শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ওই জমির চার পাশে টিনসেড দিয়ে বেড়া দিয়ে দেয়। এতে বাড়িটির ভেতরে আটকা পড়েছে অন্তত ১২ জন। প্রতিষ্ঠানটির লোকেরা পরিবারটির ১০ জনসহ প্রায় ৬০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গামেন্টস কর্মি নার্গিস আক্তার বলেন, সকালে কাজের যাওয়ার সময় আমার উপর হামলা চালায়। ওই এলাকার আরও নিরীহ ২০ জন ব্যক্তির জমি জবর দখল করেছে তারা। এখনও অভিযুক্ত প্রতিষ্ঠানের লোকদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইবিতে আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

সাভারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬০ !

আপডেট সময় : ০৪:১৩:০৮ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

জমি দখলকে কেন্দ্র করে সাভারে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলিতে ৬০ জন আহত হয়েছেন।

বুধবার ভোরে সাভারের টান গেন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ভোর রাতে টান গেন্ডা এলাকায় মনোয়ার হোসেন মিষ্টু নামের এক ব্যক্তির বাড়িসহ প্রায় পাঁচ শতাংশ জমি দখল করে নেয় একটি শিল্প প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ওই জমির চার পাশে টিনসেড দিয়ে বেড়া দিয়ে দেয়। এতে বাড়িটির ভেতরে আটকা পড়েছে অন্তত ১২ জন। প্রতিষ্ঠানটির লোকেরা পরিবারটির ১০ জনসহ প্রায় ৬০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গামেন্টস কর্মি নার্গিস আক্তার বলেন, সকালে কাজের যাওয়ার সময় আমার উপর হামলা চালায়। ওই এলাকার আরও নিরীহ ২০ জন ব্যক্তির জমি জবর দখল করেছে তারা। এখনও অভিযুক্ত প্রতিষ্ঠানের লোকদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ কথা বলতে রাজি হয়নি।