“আত্মবিশ্বাসে আত্মরক্ষা”—এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাত দিনব্যাপী “Self-Defense Skills & Confidence Building Training/আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ” শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। এতে প্রায় ৭০ জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস-এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখা শাখার আয়োজনে জুলাই ৩৬ হল প্রাঙ্গণে কর্মশালাটির উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। কর্মশালাটি আগামী ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী, গ্রীন ভয়েস শাখার সাবেক সভাপতি এস এম সুইট, বর্তমান সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ, বহ্নিশিখার সমন্বয়কারী মায়মুনা সুলতানা মিমসহ দুইজন প্রশিক্ষক। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন অনুধাবন শাখার সদস্য সচিব নাসিম আহমেদ, পল্লবী বাগচি ও আফরুজা খাতুন।
কর্মশালার শুরুতেই অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট বিতরণ করেন মাননীয় উপাচার্য। এ সময় আয়োজকরা জানান, প্রশিক্ষণে নারীদের আত্মরক্ষা কৌশল, নিরাপত্তা সচেতনতা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং মেন্টাল হেলথ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বহ্নিশিখার সমন্বয়কারী মায়মুনা সুলতানা মিম বলেন, বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুবসংগঠন গ্রীন ভয়েস-এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখার উদ্যোগে এবং “বলীয়ান নারী” কার্যক্রমের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, এই প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাসী ও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, বহ্নিশিখা গ্রীন ভয়েস-এর নারী ও শিশু অধিকার রক্ষায় কাজ করা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একজন নারীকে শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানগত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই এর মূল লক্ষ্য। ১৫ জুন ২০২০ সাল থেকে বহ্নিশিখা দেশজুড়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গ্রীন ভয়েস-এর নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখার অন্যতম কার্যক্রম “বলীয়ান নারী” উদ্যোগের মাধ্যমে সারা দেশে নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবেই ইসলামী বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

















































