শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিসিপ্লিনের ক্রিকেটাররা কালো কাপড়ে ব্যানার টাঙিয়ে এই দাবি জানান।গতকাল ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মাঠে এফএমআরটি ও কেমিস্ট্রি ডিসিপ্লিনের মধ্যেকার খেলার পূর্বে ওসমান হাদী হত্যার বিচারের দাবি জানিয়ে একটি কালো কাপড়ে জাস্টিস ফর ওসমান হাদী লিখে প্রতিবাদ করেন কেমিস্ট্রি ডিসিপ্লিন।
কেমিস্ট্রি ডিসিপ্লিনের অধিনায়ক তাজমির হোসাইন বলেন, ওসমান হাদি শুধু একজন মানুষ ছিলেন না তিনি ছিলেন একটি প্রজন্মের স্বপ্ন, সাহস আর প্রতিবাদের কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অপরাধেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁর রক্ত আজ আমাদের প্রশ্ন করে এই দেশে কি সত্য বলার মূল্য এতটাই ভয়াবহ?
তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন যুবনেতাকে কেড়ে নেয়নি, এটি বাংলাদেশের ভবিষ্যতের ওপর আঘাত। আমরা আর নীরব থাকতে পারি না। আমরা চাই পূর্ণ সত্য উদঘাটন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি। ন্যায়বিচার বিলম্বিত হলে তা ন্যায়বিচার নয়। ওসমান হাদির আত্মা শান্তি পাবে সেদিনই, যেদিন এই দেশের মাটিতে বিচার প্রতিষ্ঠিত হবে।



















































