শুক্রবার | ৩০ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু Logo চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডে শেখ ফরিদ আহমেদ মানিকের গণসংযোগ ও উঠান বৈঠক Logo চাঁদপুরে স্বর্ণ শিশুদের নিয়ে দৈনিক বাংলাদেশের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন Logo খুলনা-৬ আসনে জীবনমান উন্নয়নের অঙ্গীকার বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর Logo অ্যাসেটের অর্থায়নে কর্মমুখী সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে-যুগ্ম সচিব মুহাম্মদ মূনীরুজ্জামান ভূঁইয়া Logo চাঁদপুর পৌরসভার ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে মোমবাতি মার্কার গণসংযোগ Logo ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’ Logo ধানের শীর্ষের পক্ষে প্রচার প্রচারণায় পলাশবাড়ীতে কারা নির্যাতিত নেতাকর্মীদের পরিবার  Logo নীলকমল ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চরাঞ্চলের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তারা যেনো ভিন্ন কোনো গ্রহের -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ

নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নির্বাচনি প্রচার-প্রচারণা কার্যক্রমে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া। এ ঘটনায় তিনি সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।
নির্বাচনি কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া বলেন, ইতোমধ্যে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নির্বাচনি কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর চৌরাস্তা মোড়ে পৌঁছালে মৃত মজিবর রহমানের ছেলে মো. সুজন ক্ষুব্ধ হয়ে তার নির্বাচনি প্রচারণায় বাধা দেন। একইসঙ্গে তার কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সুরুজ মিয়া বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. সুজন বলেন, নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত সুরুজ মিয়া ভাইয়ের সঙ্গে তার পরিচয় রয়েছে। তিনি তাকে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন মাত্র।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সংসদ সদস্য পদপ্রার্থী সুরুজ মিয়ার নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আর্ট সার্কেল খুলনা’র আত্মপ্রকাশ ও তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

নির্বাচনি প্রচারণায় বাধার অভিযোগ: গাইবান্ধা-৩ আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৫৮:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনি প্রচার-প্রচারণা কার্যক্রমে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া। এ ঘটনায় তিনি সাদুল্লাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।
নির্বাচনি কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি পদপ্রার্থী সুরুজ মিয়া বলেন, ইতোমধ্যে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গত বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নির্বাচনি কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর চৌরাস্তা মোড়ে পৌঁছালে মৃত মজিবর রহমানের ছেলে মো. সুজন ক্ষুব্ধ হয়ে তার নির্বাচনি প্রচারণায় বাধা দেন। একইসঙ্গে তার কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সুরুজ মিয়া বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. সুজন বলেন, নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মূলত সুরুজ মিয়া ভাইয়ের সঙ্গে তার পরিচয় রয়েছে। তিনি তাকে স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন মাত্র।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, সংসদ সদস্য পদপ্রার্থী সুরুজ মিয়ার নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।