চাঁদপুর জেলা কারাগারে আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কারা কর্তৃপক্ষের নির্দেশে সম্প্রতি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা’।
আলোচনা সভায় অভ্যন্তরীণ কারাগারে কারাবন্দীদের আত্মীয় স্বজন, কারা কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবার পরিজন এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
সভায় গণভোটের গুরুত্ব, নাগরিক অধিকার ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেল সুপার জয়নাল আবেদীন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মতামত প্রদানের সুযোগ পায়। সমাজের প্রতিটি নাগরিকের মতো বন্দিরাও এই বিষয়ে সচেতন হওয়ার অধিকার রাখে।”
তিনি আরও বলেন, “সচেতনতা মানুষের চিন্তাশক্তিকে বিকশিত করে। আজ যারা কারাগারে আছেন, তারাও সমাজেরই অংশ। কারাগারের ভেতর থেকেও যেন তারা নাগরিক দায়িত্ব ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন, সে লক্ষ্যেই এই ধরনের অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “এই আলোচনা সভার মাধ্যমে বন্দিদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজনের মাঝেও গণভোট সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা রাষ্ট্রীয় যেকোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন ভূমিকা পালন করতে পারবেন।”
এই সময় উপস্থিত ছিলেন জেলার জুবাইর হোসেন, ফার্মাসিস্ট আবু বক্কর সিদ্দিক।
আলোচনা সভাটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।




















































