আমরা সুন্নী মুসলমান। আমরা শিয়া নই, ওহাবী নই, মওদুদীপন্থী নই। আমরা সিরাতুল মুস্তাকিমে রয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী হয়ে। তাই আমাদের পরিচয় আমরা সুন্নী মুসলমান। সুন্নী মুসলমানরা কখনও উগ্রবাদীতা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। ইসলামের সুমহান আদর্শ মানবতা, সহমর্মিতা, মহানুভবতাকে সুন্নী মুসলমানরা ধারণ করে লালন করে। সেই সুন্নীয়তের দাবি নিয়ে আপনাদের কাছে আসছি- আপনারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নী জোটের মার্কা মোমবাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন’।
এভাবেই বিষ্ণুপুর ইউনিয়নের আপামর জনসাধারণের প্রতি মোমবাতি মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ।
তিনি সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের তালুকদার বাড়ির গাউছিয়া জামে মসজিদের সামনে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম এবং ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান।
তিনি বলেন, এই বিষ্ণুপুরের জমিন সুন্নীয়তের জমিন। এখানে ইমামুত তরিকত ফরাজিকান্দী দরবারের পীর সাহেব, চান্দ্রা দরবারের আ’লা হযরত পীর সাহেব কেবলার কদম পড়েছে। আল্লাহর ওলীগণের পাক কদমের সদকায় এই বিষ্ণুপুরের মানুষ নবী প্রেমিক সুন্নী মুসলমান। তাঁরা ওলী ভক্ত। সেই সূত্র থেকেই আমি আজ বিষ্ণুপুর ইউনিয়নবাসীর কাছে সুন্নীয়তের দাবি নিয়ে আসছি মোমবাতি মার্কার ভোট চাইতে। আমার বিশ্বাস বিষ্ণুপুর ইউনিয়নে মোমবাতি রেকর্ড সংখ্যক ভোট পাবে।
মসজিদ কমিটির সভাপতি সালাহউদ্দিন তালুকদারের উদ্যোগে শেফা খতম উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান এবং দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা সিরাজুদ্দৌলা। গাউছিয়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান আবেদীর সঞ্চালনায় মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিয়নের শতাধিক মসজিদের ইমাম ও খতিব এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।





















































