সোমবার | ৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল

টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৭:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৭৬৪ বার পড়া হয়েছে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্ত ছিল ব্রাজিল। পিছিয়ে থাকা ম্যাচের একদম শেষ মুহূর্তের গোলে সমতা ফেরায় ব্রাজিল যুব দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে চারবারের জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ করে ব্রাজিল। পরবর্তীতে ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ফ্রান্সকে ৪-৩ গোলে পরাজিত করেছে ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।
এদিন ম্যাচের ৩৩ মিনিটে রেডি হিমবার্টের গোলে এগিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধে নিজেদের লিড ধরে রাখে তারা। এরপর দ্বিতীয়ার্ধেও ব্রাজিলকে আটকে রাখে ফ্রান্সের জমাট রক্ষণ। তবে শেষ পর্যন্ত ৮৯ মিনিটে বদলি নামা ফুটবলার পিয়েত্রো তাভারেসের গোলে ফ্রান্সকে রুখে দেয় ব্রাজিল। যোগ করা সময়ের খেলাতেও আসেনি ম্যাচের ফলাফল। এরপরেই টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। যেখানে প্রথম শটেই টার্গেট মিস করে বসে ফ্রান্সের ফুটবলার। এতেই ভাগ্য খুলে যায় ব্রাজিলের। হারতে বসা ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় তারা।
এর আগে গ্রুপ পর্বে দারুণ দাপট দেখিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল ব্রাজিল। কিন্তু নকআউট পর্বের শুরুতেই তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যেখানে প্যারাগুয়ের মুখোমুখি হয় সেলেসাওরা। ওই ম্যাচেও গোলশূন্য ড্রয়ের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল ব্রাজিল।

এখন পর্যন্ত ব্রাজিল ছাড়াও শেষ ১৬ রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল, ইতালি, বুকরিনা ফাসো ও সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ দল। বাকি তিন স্পটের জন্য লড়াই চলমান রয়েছে উত্তর কোরিয়া-জাপান, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও মরক্কো-মালি যুব দলের ভেতর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শীত জয়ে মানবতার উষ্ণতা, চাঁদপুর সদরজুড়ে ২ সহস্রাধিক শীতার্তের পাশে উপজেলা প্রশাসন

টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

আপডেট সময় : ১১:১৭:০৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে টুর্নামেন্ট থেকে বিদায়ের দ্বারপ্রান্ত ছিল ব্রাজিল। পিছিয়ে থাকা ম্যাচের একদম শেষ মুহূর্তের গোলে সমতা ফেরায় ব্রাজিল যুব দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে চারবারের জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে ফ্রান্সের বিপক্ষে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ করে ব্রাজিল। পরবর্তীতে ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে ফ্রান্সকে ৪-৩ গোলে পরাজিত করেছে ২০১৯ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল।
এদিন ম্যাচের ৩৩ মিনিটে রেডি হিমবার্টের গোলে এগিয়ে যায় ফ্রান্স। প্রথমার্ধে নিজেদের লিড ধরে রাখে তারা। এরপর দ্বিতীয়ার্ধেও ব্রাজিলকে আটকে রাখে ফ্রান্সের জমাট রক্ষণ। তবে শেষ পর্যন্ত ৮৯ মিনিটে বদলি নামা ফুটবলার পিয়েত্রো তাভারেসের গোলে ফ্রান্সকে রুখে দেয় ব্রাজিল। যোগ করা সময়ের খেলাতেও আসেনি ম্যাচের ফলাফল। এরপরেই টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। যেখানে প্রথম শটেই টার্গেট মিস করে বসে ফ্রান্সের ফুটবলার। এতেই ভাগ্য খুলে যায় ব্রাজিলের। হারতে বসা ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় তারা।
এর আগে গ্রুপ পর্বে দারুণ দাপট দেখিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল ব্রাজিল। কিন্তু নকআউট পর্বের শুরুতেই তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যেখানে প্যারাগুয়ের মুখোমুখি হয় সেলেসাওরা। ওই ম্যাচেও গোলশূন্য ড্রয়ের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল ব্রাজিল।

এখন পর্যন্ত ব্রাজিল ছাড়াও শেষ ১৬ রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল, ইতালি, বুকরিনা ফাসো ও সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৭ দল। বাকি তিন স্পটের জন্য লড়াই চলমান রয়েছে উত্তর কোরিয়া-জাপান, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ও মরক্কো-মালি যুব দলের ভেতর।