শিরোনাম :
Logo ফ্যামিলি কার্ডে স্বপ্ন দেখছেন নারীরা: খিলমেহেরে ছাত্রদল নেতা হাবিবুল বাশারের সচেতনতা সভা Logo সিরাজগঞ্জে প্রতিবন্ধী যুবক হত্যায় ৬ আসামী গ্রেফতার Logo কয়রায় শ্যামল কয়েলের ২টি বসতঘর আগুনে পুড়ে ছাই সহায়তা নিয়ে এগিয়ে এলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান Logo পলাশবাড়ীতে ৪৪ বোতল ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক  Logo চাঁদপুর ডিএনসির সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শ Logo কচুয়ার ২৪১টি গ্রামে সমাজ সেবায় শিক্ষানুরাগী রফিকুল ইসলাম রনির দৃষ্টান্ত স্থাপন Logo কমরেড আব্দুর রহমানের ৩০ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান-২০ বোতল ভারতীয় মদসহ ৭ লাখ টাকার মালামাল জব্দ Logo চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু Logo আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল

সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের পথে শিক্ষিত যুবসমাজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭১৮ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এখন যুব সমাজের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সারা দেশের মতো সিরাজগঞ্জেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভোর হতেই জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সিরাজগঞ্জ জেলায় এবার আবেদন করেছেন ১ হাজার ১৯ জন। লিখিত পরীক্ষার পর আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসময় ভর্তি পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা এর উপপরিচালক (প্রশিক্ষণ) প্রজেষ কুমার সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধারন শাখার মুনতাহা তাসনিম মৌ, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড”-এর প্রতিনিধিরা, যুব প্রশিক্ষক ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পের অফিসসূত্রে জানা যায়, তিনটি ব্যাচে মোট ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৬২ শতাংশেরও বেশি সরাসরি আয় ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। প্রশিক্ষণার্থীদের আয় ইতোমধ্যে প্রায় ১১ কোটি টাকা অতিক্রম করেছে এবং এ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য চতুর্থ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক আবেদন জমা পড়ে। যেখানে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন।

প্রশিক্ষণকালীন সময়ে প্রতিটি প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন। সিরাজগঞ্জ থেকে এর আগে তিনটি ব্যাচে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি নিয়মিত আয় করছেন।

প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড” দেশের স্বনামধন্য আইটি কোম্পানি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন এবং স্থানীয় পর্যায়ে যুবসমাজের আগ্রহ, অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে স্বপ্ন দেখছেন নারীরা: খিলমেহেরে ছাত্রদল নেতা হাবিবুল বাশারের সচেতনতা সভা

সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানের পথে শিক্ষিত যুবসমাজ

আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ণ, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প এখন যুব সমাজের কাছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রকল্পটির মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা ইতোমধ্যেই দৃশ্যমান ফলাফল দিতে শুরু করেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সারা দেশের মতো সিরাজগঞ্জেও একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভোর হতেই জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। সিরাজগঞ্জ জেলায় এবার আবেদন করেছেন ১ হাজার ১৯ জন। লিখিত পরীক্ষার পর আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসময় ভর্তি পরীক্ষা তদারকি করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা এর উপপরিচালক (প্রশিক্ষণ) প্রজেষ কুমার সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধারন শাখার মুনতাহা তাসনিম মৌ, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড”-এর প্রতিনিধিরা, যুব প্রশিক্ষক ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পের অফিসসূত্রে জানা যায়, তিনটি ব্যাচে মোট ৭২০০ জন যুব ও যুব মহিলা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৬২ শতাংশেরও বেশি সরাসরি আয় ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন। প্রশিক্ষণার্থীদের আয় ইতোমধ্যে প্রায় ১১ কোটি টাকা অতিক্রম করেছে এবং এ প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় অক্টোবর-ডিসেম্বর ২০২৫ মেয়াদের জন্য চতুর্থ ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে দেশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক আবেদন জমা পড়ে। যেখানে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন।

প্রশিক্ষণকালীন সময়ে প্রতিটি প্রশিক্ষণার্থী দৈনিক ২০০ টাকা ভাতা, সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ পাবেন। সিরাজগঞ্জ থেকে এর আগে তিনটি ব্যাচে মোট ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে ৬০ শতাংশেরও বেশি নিয়মিত আয় করছেন।

প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান “ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড” দেশের স্বনামধন্য আইটি কোম্পানি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন এবং স্থানীয় পর্যায়ে যুবসমাজের আগ্রহ, অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও সরকারের প্রত্যক্ষ তদারকির ফলে প্রকল্পটি দেশে দক্ষ ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা তৈরির এক নতুন দিগন্ত উন্মোচনে দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলছে।