দেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিকদের সংগঠন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত মিজাফ বিজয় সম্মাননা ২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের জনপ্রিয় চলচ্চিত্র, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনের অসংখ্য তারকার উপস্থিতিতে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দেশের স্বনামধন্য গুণীজনদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব। তার অভিনয় দক্ষতা, চলচ্চিত্রে অবদান ও দীর্ঘদিনের সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ চিত্রনায়ক ক্যাটাগরিতে মিজাফ বিজয় সম্মাননায় ভূষিত করা হয়।
সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে চিত্রনায়ক ডি এ তায়েব বলেন, “একজন শিল্পীর জন্য সম্মাননা শুধু পুরস্কার নয়, এটি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের মতো একটি সম্মানজনক সংগঠনের কাছ থেকে এই স্বীকৃতি পেয়ে আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। এই সম্মাননা আমাকে আগামীতেও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমার দর্শক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাঈদ মাহমুদ বলেন, “মিজাফ বিজয় সম্মাননা মূলত দেশের গুণী ও সফল ব্যক্তিত্বদের সম্মান জানাতে আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। এ আয়োজন সফল করতে যারা সহযোগিতা করেছেন, উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা। ভবিষ্যতেও মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিত্বদের সম্মান জানাতে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ এই সম্মাননা প্রদান করে আসছে।
























































