আরফান আলী, শেরপুর:
শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে শেরপুর সরকারি কলেজের হলরুমে দিনব্যাপী একটি স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার বিষয় ছিল— ‘স্মার্টফোনই শিক্ষার্থীকে পাঠবিমুখ করছে’ এবং ‘দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আইন নয়, দরকার সচেতনতা’। এতে সৃষ্টি সেন্ট্রাল স্কুল, শেরপুর কালেক্টরেট স্কুল, পুলিশ লাইন্স স্কুল এবং শাহীন স্কুলের মোট চারটি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এবং শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর শিব শংকর কারুয়া। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. মুতাসিম বিল্লাহ।
বিচারকের দায়িত্বে ছিলেন জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরা, শেরপুরের জাতীয় পর্যায়ের বিতার্কিক এমদাদুল হক রিপন এবং সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা হাসান শরাফত। এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী ও সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু।
তিন রাউন্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সৃষ্টি সেন্ট্রাল স্কুল ও শেরপুর কালেক্টরেট স্কুলের মধ্যকার বিতর্কে সৃষ্টি সেন্ট্রাল স্কুল বিজয়ী হয়। দ্বিতীয় রাউন্ডে শাহীন স্কুল ও পুলিশ লাইন্স স্কুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় পুলিশ লাইন্স স্কুল বিজয়ী হয়। ফাইনাল রাউন্ডে সৃষ্টি সেন্ট্রাল স্কুল ও পুলিশ লাইন্স স্কুলের মধ্যকার চূড়ান্ত বিতর্কে সৃষ্টি সেন্ট্রাল স্কুল, শেরপুর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় সেরা বক্তার সম্মাননা অর্জন করেন সৃষ্টি সেন্ট্রাল স্কুলের দলনেতা সাদনান সাদিক আরাফ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সদস্য মো. জাসিরুল ইসলাম রিয়াদ।






















































