ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেন চাঁদপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকেলে মাদ্রাসা রোড উত্তর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন।
উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমাদের মা-বোনদের চিকিৎসা করার জন্য হয় চাঁদপুরে আর না হয় শরিয়তপুরে যেতে হয়। রাজরাজেশ্বর একটি বড় এলাকা। এ ওয়ার্ডে থেকে আরেক ওয়ার্ডে যেতে ট্রলারে দুই ঘন্টা লাগে। মা-খালাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যাবস্থা করে দিবে তারেক রহমান। এ ইউনিয়নের মহিলাদের জন্য এই কার্ডটি অনেক উপকার হবে। তারেক রহমান আপনাদেরকে নিয়ে যে চিন্তা করছে বাংলাদেশের ইতিহাসে কেউ আর এরকম চিন্তা করেনি।
তিনি আরো বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে আপনারা অবশ্যই ধানের শীষে ভোট দিবেন। যিনি জেলে উনি জেলে কাড পাবে, যিনি কৃষক উনি কৃষিকাড পাবে। ঘরের গৃহকর্ত্তীরা ফ্যামিলি কার্ড পাবে। দুর্নীতির কোন কিছুই রাখবে না তারেক রহমান। আপনাদের এখানে ভোটের একটু সমস্যা আছে এর অর্থ হল ভোট কেন্দ্রে অনেক দূরত্ব। নদীতে যখন জোয়ার থাকব তখন আপনারা ভোট দিতে আসবেন।
চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুফতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, পৌর বিএনপি সভাপতি আক্তার হোসেন মাঝি, পৌর জাতীয় পার্টির নেতা আবুল হাসেম দর্জি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরীন সুলতানা মুক্তা, পৌর ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সাধারণ সম্পাদক মো. কবির সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য, ওয়ার্ড মহিলা দলের সমন্বয়ক ফারজানা ফাতেমা রোজী প্রমুখ।

















































