জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) হায়ার স্টাডি ক্লাব (জেইউএইচএসসি) ২০২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আব্দুস সাফওয়ান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসাবে ইতিহাস বিভাগের ৫১তম ব্যাচের উম্মা হাবিবা দায়িত্ব পেয়েছেন।
শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় শিক্ষক লাউঞ্জে এক গেট-টুগেদার অনুষ্ঠান শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন গণিত বিভাগের ৫১তম ব্যাচের মোহাম্মদ হামিম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের মাহারুন নেসা রিতু।
কমিটিতে মিডিয়া পরিচালক হিসাবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী যোবায়ের হোসেন জাকির।
অনুমোদিত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন রিফাদ হাসান অভি। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন লাল লম নগাক বাওম এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আহসানউল্লাহ রিফাত। অফিস সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পৃথুলা দাস।
প্রচার ও প্রকাশনা কার্যক্রমে প্রোমোশন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিক সাহা এবং সহকারী প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন বৈশাখী মিত্র। গবেষণা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রীতা আক্তারি এবং সহকারী গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সাবিহা বিনতে হাসান।
এছাড়া পাবলিক অ্যাফেয়ার্স টিমে উম্মে হাবিবা শেমিকা জনসংযোগ বিষয়ক সম্পাদক এবং শেখ ফরিদ সহকারী জনসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সংগঠন সূত্রে জানা যায়, ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নতুন কমিটিতে সহকারী সচিবদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা শিক্ষার্থীদের জন্য গবেষণাভিত্তিক উদ্যোগ, উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা, সেমিনার এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।
বিভিন্ন বিভাগের মেধাবী ও সক্রিয় শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, গবেষণা ও নেতৃত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষতা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সংশ্লিষ্টদের মতে, নবগঠিত এই কমিটির মাধ্যমে ক্লাবটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।














































