চাঁদপুর-৩ আসনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেছেন, বর্তমান অস্থিতিশীল অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থার বিকল্প নাই। আহলে সুন্নাত ওয়াল জামাআতই হচ্ছে কোরআন সুন্নাহর বাস্তব রূপ। যেই দর্শনের মূল বাণী হচ্ছে অহিংস, অসাম্প্রদায়িক চেতনার সমাজ কায়েম করা। যেই দর্শনের প্রচার পীর আউলিয়া ও সুফি দরবেশগণ করে গেছেন। সে জন্যই সুফিবাদী দর্শনই পারে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। তিনি বলেন, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর কোনো আধিপত্য আমরা সহ্য করবো না। ভারত, আমেরিকার আধিপত্য এই দেশের মানুষ কখনও মেনে নেবে না। তাই আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ এবং সুফিবাদী সমাজ বিনির্মাণে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আসন্ন নির্বাচনে বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কায় ভোট দিয়ে সুন্নী জোটকে দেশ পরিচালনার সুযোগ করে দিতে হবে।
তিনি বুধবার (২১ জানুয়ারি ২০২৬) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোমবাতি প্রতীক বরাদ্দ পাওয়ার পর উচ্ছ্বসিত নেতা-কর্মী ও জনগণের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন। এদিন চাঁদপুরের পাঁচটি আসনসহ সারাদেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার বিপুল সংখ্যক নেতা-কর্মী জেলা প্রশাসক তথা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সমবেত হন। বেলা ১২টায় প্রতীক বরাদ্দের পর নেতা-কর্মীরা মোমবাতির প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহকে নিয়ে উল্লাস করেন।

















































