বিএনপি গণমানুষের দল হিসেবে রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় জনবান্ধব অবস্থান স্পষ্ট করেছে বলে মন্তব্য করেছেন খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র গঠনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার রূপরেখা জাতির সামনে তুলে ধরেছেন। স্বাধীন রাষ্ট্র মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিএনপির সংগ্রাম কোনো একটি দলের জন্য নয়—পুরো জাতির ভবিষ্যৎ নিশ্চিত করার সংগ্রাম।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া, মঠবাড়ী সুতির অফিস ও সেদুর ব্রিজ এলাকায় একাধিক উঠান বৈঠক ও দিনব্যাপী গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ভাঙনকবলিত ও সুবিধাবঞ্চিত এই অঞ্চলের মানুষের পাশে আমি সবসময় থেকেছি। গ্রেপ্তার, মামলা কিংবা পারিবারিক সংকটে নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখেছি। অতীতেও বহু মানুষকে আইনি ও আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেছি।
তিনি দৃঢ়ভাবে বলেন, খুলনা-৬ আসনের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই আমার মূল লক্ষ্য। বিভিন্ন সভা-সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাসসহ উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।























































