সোমবার | ৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল

জাবির আবাসিক হল থেকে বিপুল পরিমান মদ উদ্দার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। আজ রোববার (৪ জানুয়ারি) রাত ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে হলের ৭২৩ নং কক্ষে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।​অভিযানে কক্ষটি থেকে ১৭ বোতল বিদেশি ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করে হলের প্রভোস্ট, ওয়ার্ডেন ও নিরাপত্তাকর্মীরা।

​এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।

হল প্রশাসন জানায়, ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি নিজ হলে না থেকে অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

​ঘটনার বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ফজলে আজওয়াদ কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে আমি হল প্রশাসনের বাকি সদস্যদের সাথে নিয়ে ৭২৩ নং কক্ষে অভিযান চালাই। তল্লাশির শুরুতে অভিযুক্ত আপত্তি জানালে পরে জোড় প্রয়োগ করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করি। শুরুতে অভিযুক্ত শিক্ষার্থীর ব্যবহৃত লকার থেকে নয় বোতল ভদকা এবং পরে তার খাটের নিচ থেকে আট বোতল ভদকা ও তিন বোতল হুইস্কি জব্দ করেছি আমরা।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী মাদকদ্রব্যগুলো নিজে সেবন করার জন্য সংগ্রহ করেছে বলে জানায়। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত বলে ‘থার্টি ফাস্ট’ উপলক্ষে বন্ধুদের সাথে মদ্যপান করার জন্য তিনি মাদকগুলো সংগ্রহ করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে প্রভোস্ট বলেন, “তিনি যেহেতু এই হলে আলটেড নয়, তাই আমি সরাসরি কোন শাস্তি প্রদান করতে পারছিনা। তবে আমি মীর মোশারফ হলের প্রভোস্ট সাথে কথা বলেছি, তারা অভিযুক্তর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আচরণ বিধি অনুযায়ী পদক্ষেপ নেবেন।”

তিনি আরো বলেন, “একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই বিষয়ে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছেন এবং তিনি এত পরিমাণ মাদক কোথায় পেয়েছেন তা তদন্তের মাধ্যমে বের করা হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শীত জয়ে মানবতার উষ্ণতা, চাঁদপুর সদরজুড়ে ২ সহস্রাধিক শীতার্তের পাশে উপজেলা প্রশাসন

জাবির আবাসিক হল থেকে বিপুল পরিমান মদ উদ্দার

আপডেট সময় : ১২:০৬:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। আজ রোববার (৪ জানুয়ারি) রাত ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে হলের ৭২৩ নং কক্ষে অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।​অভিযানে কক্ষটি থেকে ১৭ বোতল বিদেশি ভদকা ও ৩ বোতল হুইস্কি উদ্ধার করে হলের প্রভোস্ট, ওয়ার্ডেন ও নিরাপত্তাকর্মীরা।

​এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী।

হল প্রশাসন জানায়, ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তবে তিনি নিজ হলে না থেকে অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

​ঘটনার বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “ফজলে আজওয়াদ কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে আমি হল প্রশাসনের বাকি সদস্যদের সাথে নিয়ে ৭২৩ নং কক্ষে অভিযান চালাই। তল্লাশির শুরুতে অভিযুক্ত আপত্তি জানালে পরে জোড় প্রয়োগ করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করি। শুরুতে অভিযুক্ত শিক্ষার্থীর ব্যবহৃত লকার থেকে নয় বোতল ভদকা এবং পরে তার খাটের নিচ থেকে আট বোতল ভদকা ও তিন বোতল হুইস্কি জব্দ করেছি আমরা।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী মাদকদ্রব্যগুলো নিজে সেবন করার জন্য সংগ্রহ করেছে বলে জানায়। তবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত বলে ‘থার্টি ফাস্ট’ উপলক্ষে বন্ধুদের সাথে মদ্যপান করার জন্য তিনি মাদকগুলো সংগ্রহ করেছেন।

অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে প্রভোস্ট বলেন, “তিনি যেহেতু এই হলে আলটেড নয়, তাই আমি সরাসরি কোন শাস্তি প্রদান করতে পারছিনা। তবে আমি মীর মোশারফ হলের প্রভোস্ট সাথে কথা বলেছি, তারা অভিযুক্তর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আচরণ বিধি অনুযায়ী পদক্ষেপ নেবেন।”

তিনি আরো বলেন, “একটি তদন্ত কমিটি গঠন করা হবে এই বিষয়ে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছেন এবং তিনি এত পরিমাণ মাদক কোথায় পেয়েছেন তা তদন্তের মাধ্যমে বের করা হবে।”