রবিবার | ২৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন, সে লক্ষ্যে একটি মন্দির প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী বলেছেন, “বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতি ও চর্চার সুযোগ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাই বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী মন্দির নির্মাণের প্রয়োজন রয়েছে। খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী মন্দির নির্মাণ করা হবে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমরা সবাই দেশপ্রেমিক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষা গ্রহণ করছে। আমরা চাই এই ধর্মীয় সম্প্রীতি অটুট থাকুক এবং কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়। আজ বিদ্যার দেবী সরস্বতীর কাছে সেই প্রার্থনাই জানাই।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার কেন্দ্র। বিদ্যার দেবী সরস্বতীর সঙ্গে এই প্রতিষ্ঠানের একটি স্বাভাবিক ও গভীর সম্পর্ক রয়েছে। আজকের এই প্রার্থনার মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্র থেকে সকল অশুভ শক্তির অবসান ঘটুক এবং শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক।”

পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, “এই আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। আজকের পূজায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিজ ধর্ম ও সংস্কৃতির প্রতি তাদের গভীর ভালোবাসা ও দায়বদ্ধতারই প্রমাণ। এই পরিবেশ আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।”

এদিকে সকাল ৯টায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলিতে পূজাঙ্গণ ভক্তিময় হয়ে ওঠে। সকাল ১১টায় ধর্মালোচনা পর্ব, দুপুর ২টায় প্রসাদ বিতরণ এবং দুপুর আড়াইটায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আয়োজন সম্পন্ন হয়।

পূজায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর খ্যাতিমান অষ্টকালীন রাধাকৃষ্ণ লীলা কীর্তনীয়া, কীর্তন সম্রাট ও বৈষ্ণব কুলতিলক ভক্তপ্রবর মিহির ঘোষ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস। এছাড়া কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়সহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈকত সরকার এবং আইন বিভাগের শিক্ষার্থী পরশ প্রভা সিকদার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের

আপডেট সময় : ১১:১২:৪৮ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন, সে লক্ষ্যে একটি মন্দির প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী বলেছেন, “বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর ধর্মীয় অনুভূতি ও চর্চার সুযোগ নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাই বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী মন্দির নির্মাণের প্রয়োজন রয়েছে। খুব শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী মন্দির নির্মাণ করা হবে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে আমরা সবাই দেশপ্রেমিক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষা গ্রহণ করছে। আমরা চাই এই ধর্মীয় সম্প্রীতি অটুট থাকুক এবং কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়। আজ বিদ্যার দেবী সরস্বতীর কাছে সেই প্রার্থনাই জানাই।”

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় একটি জ্ঞানচর্চার কেন্দ্র। বিদ্যার দেবী সরস্বতীর সঙ্গে এই প্রতিষ্ঠানের একটি স্বাভাবিক ও গভীর সম্পর্ক রয়েছে। আজকের এই প্রার্থনার মধ্য দিয়ে সমাজ ও রাষ্ট্র থেকে সকল অশুভ শক্তির অবসান ঘটুক এবং শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হোক।”

পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, “এই আয়োজন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কাজ করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। আজকের পূজায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিজ ধর্ম ও সংস্কৃতির প্রতি তাদের গভীর ভালোবাসা ও দায়বদ্ধতারই প্রমাণ। এই পরিবেশ আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।”

এদিকে সকাল ৯টায় প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল সাড়ে ৯টায় দেবী অর্চনা ও পুষ্পাঞ্জলিতে পূজাঙ্গণ ভক্তিময় হয়ে ওঠে। সকাল ১১টায় ধর্মালোচনা পর্ব, দুপুর ২টায় প্রসাদ বিতরণ এবং দুপুর আড়াইটায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আয়োজন সম্পন্ন হয়।

পূজায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর খ্যাতিমান অষ্টকালীন রাধাকৃষ্ণ লীলা কীর্তনীয়া, কীর্তন সম্রাট ও বৈষ্ণব কুলতিলক ভক্তপ্রবর মিহির ঘোষ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস। এছাড়া কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়সহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈকত সরকার এবং আইন বিভাগের শিক্ষার্থী পরশ প্রভা সিকদার।