সাতক্ষীরার পারকুখরালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় পারকুখরালীর মেঝিমিয়ার মোড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সদস্য নেছারুল ইসলাম। দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন সোহারাব হোসেন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সদর থানা বিএনপির সাবেক সদস্য সচিব প্রফেসর আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন আলম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম হিমু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক সোহারাফ হোসেন সৌরভ।
এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম, সহসভাপতি প্রার্থী আব্দুল আল মানুন, সেক্রেটারি প্রার্থী মন্টু, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ গাজী, শাহাজান গাজী,জাকির হোসেন,আব্দুল বারী সহ জেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু তালেব। এ সময় দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















































