রুণ গীতিকার রাসেল ইব্রাহীমের লেখা গান ‘আমার বন্ধুরা খুব দুষ্টু ছিল’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির কথার গভীরতা, স্মৃতিময় আবেশ ও বাস্তব জীবনের অনুভূতির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বিভিন্ন বয়সের শ্রোতারা। ফলে অল্প সময়ের মধ্যেই গানটি শ্রোতার ভালোবাসায় সিক্ত হয়েছে।
গানটিতে বন্ধুত্ব, কৈশোরের দুষ্টুমি ও হারিয়ে যাওয়া সময়ের নস্টালজিয়া সুন্দরভাবে ফুটে উঠেছে। শ্রোতাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির প্রশংসা করে মন্তব্য করছেন, এটি তাদের ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।
কণ্ঠশিল্পী এস ডি রুবেল বলেন,” প্রতিভাবান গীতিকার রাসেল ইব্রাহীম আমার চাঁদপুরের সন্তান এবং কাছের শিষ্য ,গান লিখতে সে মন থেকেই চেষ্টা করে। আর এই গানটি SD Rubel নামক পেইজে মুক্তি দেওয়ার একদিনেই মিলিয়ন ভিউজ অতিক্রম করে।শ্রোতাদের ভালোবাসা দেখে মনে হয়েছে– তারা আসলেই সুন্দর কথার ও ভালো সুরের গান শুনতে চায়। ”
এ বিষয়ে গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, “এই গানটি আমার জীবনের কিছু বাস্তব অনুভূতি থেকে লেখা। শ্রোতারা যদি নিজেদের গল্প খুঁজে পান, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া।” মেলোডি কিং খ্যাত স্বপ্নের গায়ক এস ডি রুবেল স্যারের কণ্ঠে এটি আমার লেখা সেকেন্ড গান, যা আমার জন্য পরম প্রাপ্তি এবং আনন্দের।
জানা যায় ,চলতি বছর ১৮ অগাস্ট SD Rubel Foundation নামক ইউটিউব চ্যানেলে এবং ২২ তারিখে ফেসবুক পেজে গানটি অবমুক্ত করা হয়, যা ২.৫ মিলিয়ন শ্রোতার ভালোবাসায় সিক্ত।
উল্লেখ্য: রুবেল- রাসেল জুটির প্রথম গান – আমার একটা তুমি ছিল, যা শুনে কবিদের কবি নির্মলেন্দু গুণ সহ অনেকেই প্রসংশা করেছেন। রাসেল ইব্রাহীমের এই গানটি ইতোমধ্যে তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে তিনি আরও ভালো ও অর্থবহ গান উপহার দেবেন।






















































