চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
তিনি বলেন জেলা প্রশাসক বলেন,
“শিক্ষার্থীদের লক্ষ্য হতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে শীর্ষে পৌঁছানো। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও শৃঙ্খলা অর্জন করা জরুরি।”
তিনি বলেন, খেলাধুলা, স্কাউটিং ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে দেশকে এগিয়ে নেবে,” বলেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে জেলা প্রশাসক তাঁর শিক্ষা জীবনের স্মৃতিচারণ করে ছোটবেলার শিক্ষক জাহানারা ম্যাডামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে বৃহৎ পরিসরে ক্রীড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী দিনে কারিগরি ও টেকনিক্যাল শিক্ষায় দক্ষ শিক্ষার্থীরাই কর্মক্ষেত্রে এগিয়ে থাকবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক সর্দার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কিঙ্কর সাহা ও মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নূর খান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক সহকারী শিক্ষকবৃন্দসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, স্কাউট ও স্কাউট ব্যান্ড দল অংশগ্রহণ করে বর্ণাঢ্য পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।



















































