বাংলাদেশের আকাশে চলতি হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এ তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ১৪৪৭ হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
রজব মাস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের পূর্ববর্তী প্রস্তুতির সূচনাকে নির্দেশ করে। রজব ও পরবর্তী মাস শা’বান শেষ হওয়ার পরই শুরু হয় পবিত্র রমজান। রজব মাসের সূচনার মাধ্যমে রোজার মাসের আনুষ্ঠানিক প্রস্তুতির গণনা শুরু হলো।
রজব ও শা’বান মাস যদি প্রচলিত নিয়ম অনুযায়ী ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য ইসলামি মাসের মতোই, রমজানের চূড়ান্ত শুরুর তারিখ নির্ধারিত হবে সংশ্লিষ্ট দেশের অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।























































