বদিউল আলম খোকনের পরিচালনায় নির্মিত চলচ্চিত্র ‘অফিসার’ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক আনকাট ছাড়পত্র পেয়েছে। এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এবং মাহবুবা শাহরীনের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটির সনদপত্র সম্প্রতি বোর্ড থেকে গ্রহণ করেন এসজি প্রোডাকশনের পক্ষে ডি. এ. শিপন।
অ্যাকশন ও সামাজিক বাস্তবতায় ভরপুর এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ডি. এ. তায়েব, চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক ইফতি, খলনায়ক মিশা সওদাগর, জয়রাজ, দীপা খন্দকার, সুমন মাহমুদসহ আরও অনেক জনপ্রিয় ও পরিচিত শিল্পী।
‘অফিসার’ সিনেমায় বাংলাদেশের থানার অফিসার ইনচার্জ (ওসি)দের জীবনযাত্রা, দায়িত্ব, কর্মপ্রণালী এবং বাস্তব সীমাবদ্ধতাগুলো বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন সাহসী ও সৎ ওসি, যিনি নিজের দায়িত্ববোধ ও নৈতিকতার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। সমাজের ভদ্র মানুষের ছদ্মবেশে থাকা ভয়ংকর গডফাদারদের মুখোশ উন্মোচন করে তিনি তাদের আইনের আওতায় আনেন।
সংশ্লিষ্টদের মতে, এই সিনেমার মাধ্যমে পুলিশ বাহিনী যে একটি জনবান্ধব ও দায়িত্বশীল শক্তি—তা স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
চলচ্চিত্রটি আগামী পবিত্র ঈদুল ফিতরে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতোমধ্যেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।



















































