সোমবার | ১০ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসলো নতুনত্ব Logo ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্ত এলাকার ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন Logo ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা Logo ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি অনুমোদন Logo চাঁদপুরে ফিউচার ইলেকট্রনিক্সের র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ! Logo প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ভ্রণফুল Logo বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশু শ্রমিকের মৃত্যু Logo রাবি হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ ফোরামের নেতৃত্বে সুজন-মিনহাজুর Logo গ্যাসের চুলার ধোঁয়ায় গৃহবধূর মৃত্যু Logo রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে নববিবাহিত যুবকের মৃত্যু

প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ভ্রণফুল

জীবনের বহুমাত্রিক স্পন্দন ও সৃষ্টির গর্ভস্থ সুরের মূর্ছনায় গড়ে উঠেছে ‘ভ্রণফুল’ গ্রন্থের অন্তর্গঠন। কাব্যগ্রন্থটি ধারণ করেছে সময়, সমাজ ও অনুভূতির নানান স্তর। সমাজের মুখ ও মুখোশ, অর্থ আর আবেগের টানাপোড়েনে বেঁচে থাকার লড়াই, এবং বদলে যাওয়া পৃথিবীর ক্ষুদ্র প্রত্যাশাগুলো এই গ্রন্থে রূপ পেয়েছে চিত্রকলার মতো কবিতায়। প্রেম, প্রত্যাশা, মানবতা ও স্বদেশপ্রেম প্রতিটি বিষয় আলাদা আলাদা কবিতায় জোৎস্নার মতো মেলে ধরেছে তার নিজস্ব আভা। শিউলি-ফোটা ভোরের কোমলতা থেকে শুরু করে স্রোতপাপী হন্তারকের জ্বলে-পোড়া অস্তিত্ব – সব মিলিয়ে ভ্রণফুল এক দ্বৈত অনুভূতির জগৎ নির্মাণ করেছে, যেখানে ভালোবাসার শক্তি বিবেকের কাঠগড়ায় দাঁড় করায় সময়কে। গ্রন্থের প্রতিটি কবিতা যেন এক একটি জন্মপ্রক্রিয়া। ব্যথা, আশা, প্রেম ও পুনর্জাগরণের পরম অনুভূতি নিয়ে। শব্দে ক্ষুধার রঙ, সবুজ অভিমানে উঠে আসা প্রত্যাশা, মুখোশের আড়াল উন্মোচনের সাহস, সব মিলিয়ে মানবতার জয়গানে উচ্চারিত হয়েছে এক আশাবাদী সুর। মেটাফোরের চমকপ্রদ ব্যবহার পাঠককে টেনে নিয়ে যাবে এক গভীর অন্তর্লোকে, যেখানে প্রতিটি পঙ্কতি জন্ম নেয় নতুন জীবনের মতো। ভ্রণফুল শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি আত্মার ভেতর ফুটে ওঠা এক জীবনদর্শন।

নুরুন্নাহার মুন্নি: কবি ও কথাসাহিত্যিক। জন্ম চাঁদপুর জেলায়। তার প্রকাশিত গ্রন্থসমূহঃ আধখোলা জানালার আলাপ(কাব্যগ্রন্থ),কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ),গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ), ভ্রƒণফুল (কাব্যগ্রন্থ)। সম্পাদক লিটলম্যাগ ‘আখ্যান’।নির্বাহী সদস্য,চাঁদপুর সাহিত্য একাডেমি।

লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড,মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, একতারা ফাউন্ডেশন গুণীজন সম্মাননা,শাহীনা রব স্মৃতি পদক, ময়মনসিংহ লোকসাহিত্য পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

নুরুন্নাহার মুন্নি বলেন, কবিতা জীবনের আখ্যান। আনন্দ-বেদনা নাটকীয়তা, স্বাধীন জীবনে পরাধীনতার বুকফাটা আর্তনাদ,ঝুলন্ত মুখোশের দুরন্ত বেড়ে ওঠা, আকাঙ্ক্ষা আর পূর্ণতা কী নেই কবিতায়! আর কী থাকে না। প্রেম , বেঁচে থাকার লড়াই আর অদম্য সৃষ্টির গর্ভ ভেদ করে জন্ম নিল ভ্রƒণফুল । অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আমার তৃতীয় কাব্যগ্রন্থ ভ্রূণফুল । আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অনুপ্রাণন প্রকাশনীর কর্ণধার আবু ইউসুফ ভাইকে। অনুপ্রাণন প্রকাশনীর একজন লেখক হতে পেরে আমি আনন্দিত। ভ্রূণফুল কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য: ২২৫ টাকা। বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনীর ফেইজবুক পেইজ ও তাদের ওয়েবসাইটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসলো নতুনত্ব

প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ভ্রণফুল

আপডেট সময় : ১১:০৮:২১ অপরাহ্ণ, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

জীবনের বহুমাত্রিক স্পন্দন ও সৃষ্টির গর্ভস্থ সুরের মূর্ছনায় গড়ে উঠেছে ‘ভ্রণফুল’ গ্রন্থের অন্তর্গঠন। কাব্যগ্রন্থটি ধারণ করেছে সময়, সমাজ ও অনুভূতির নানান স্তর। সমাজের মুখ ও মুখোশ, অর্থ আর আবেগের টানাপোড়েনে বেঁচে থাকার লড়াই, এবং বদলে যাওয়া পৃথিবীর ক্ষুদ্র প্রত্যাশাগুলো এই গ্রন্থে রূপ পেয়েছে চিত্রকলার মতো কবিতায়। প্রেম, প্রত্যাশা, মানবতা ও স্বদেশপ্রেম প্রতিটি বিষয় আলাদা আলাদা কবিতায় জোৎস্নার মতো মেলে ধরেছে তার নিজস্ব আভা। শিউলি-ফোটা ভোরের কোমলতা থেকে শুরু করে স্রোতপাপী হন্তারকের জ্বলে-পোড়া অস্তিত্ব – সব মিলিয়ে ভ্রণফুল এক দ্বৈত অনুভূতির জগৎ নির্মাণ করেছে, যেখানে ভালোবাসার শক্তি বিবেকের কাঠগড়ায় দাঁড় করায় সময়কে। গ্রন্থের প্রতিটি কবিতা যেন এক একটি জন্মপ্রক্রিয়া। ব্যথা, আশা, প্রেম ও পুনর্জাগরণের পরম অনুভূতি নিয়ে। শব্দে ক্ষুধার রঙ, সবুজ অভিমানে উঠে আসা প্রত্যাশা, মুখোশের আড়াল উন্মোচনের সাহস, সব মিলিয়ে মানবতার জয়গানে উচ্চারিত হয়েছে এক আশাবাদী সুর। মেটাফোরের চমকপ্রদ ব্যবহার পাঠককে টেনে নিয়ে যাবে এক গভীর অন্তর্লোকে, যেখানে প্রতিটি পঙ্কতি জন্ম নেয় নতুন জীবনের মতো। ভ্রণফুল শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি আত্মার ভেতর ফুটে ওঠা এক জীবনদর্শন।

নুরুন্নাহার মুন্নি: কবি ও কথাসাহিত্যিক। জন্ম চাঁদপুর জেলায়। তার প্রকাশিত গ্রন্থসমূহঃ আধখোলা জানালার আলাপ(কাব্যগ্রন্থ),কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ),গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ), ভ্রƒণফুল (কাব্যগ্রন্থ)। সম্পাদক লিটলম্যাগ ‘আখ্যান’।নির্বাহী সদস্য,চাঁদপুর সাহিত্য একাডেমি।

লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড,মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, একতারা ফাউন্ডেশন গুণীজন সম্মাননা,শাহীনা রব স্মৃতি পদক, ময়মনসিংহ লোকসাহিত্য পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

নুরুন্নাহার মুন্নি বলেন, কবিতা জীবনের আখ্যান। আনন্দ-বেদনা নাটকীয়তা, স্বাধীন জীবনে পরাধীনতার বুকফাটা আর্তনাদ,ঝুলন্ত মুখোশের দুরন্ত বেড়ে ওঠা, আকাঙ্ক্ষা আর পূর্ণতা কী নেই কবিতায়! আর কী থাকে না। প্রেম , বেঁচে থাকার লড়াই আর অদম্য সৃষ্টির গর্ভ ভেদ করে জন্ম নিল ভ্রƒণফুল । অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আমার তৃতীয় কাব্যগ্রন্থ ভ্রূণফুল । আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অনুপ্রাণন প্রকাশনীর কর্ণধার আবু ইউসুফ ভাইকে। অনুপ্রাণন প্রকাশনীর একজন লেখক হতে পেরে আমি আনন্দিত। ভ্রূণফুল কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য: ২২৫ টাকা। বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনীর ফেইজবুক পেইজ ও তাদের ওয়েবসাইটে।