রবিবার | ১১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo এমইএস কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি Logo সন্ত্রাসী হামলায় আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল Logo উৎসবমুখর পরিবেশে ইবির আইসিটি বিভাগের রজতজয়ন্তী উদযাপন Logo কয়েক সপ্তাহের মধ্যে আগাম নির্বাচনের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী Logo ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা Logo মার্কিন ভিসা বন্ডের প্রেক্ষাপটে ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার আহ্বান বাংলাদেশের Logo প্রাচীন জনপদ কাপাসিয়ার পুনর্জাগরণ ও পরিকল্পিত পর্যটন নগরীর স্বপ্ন Logo নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই Logo চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি গঠন

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৭৭২ বার পড়া হয়েছে

আরফান আলী, শেরপুর:
শেরপুর সরকারি কলেজে সাংবাদিক সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ক্লাস শেষ হওয়ার পর কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

কুইজ শুরুর আগেই কলেজের একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষার্থীদের ভিড়ে ক্লাসরুম সরগরম হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কৌতূহল ও আগ্রহ প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন, যা সাম্প্রতিক সময়ে কলেজের অভ্যন্তরে আয়োজিত যে কোনো প্রতিযোগিতার তুলনায় উল্লেখযোগ্য উপস্থিতি।

প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি, বিজ্ঞান, প্রযুক্তি, শেরপুরের ইতিহাস–ঐতিহ্য এবং সমসাময়িক বিষয়ে বিভিন্ন স্তরের প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা একক ভাবে অংশগ্রহণ করে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর করার মাধ্যমে নিজেদের মেধা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতা প্রদর্শন করেন।

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে এ আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, “শিক্ষার্থীরা যাতে বইয়ের বাইরের জ্ঞান অর্জনের সুযোগ পায় এবং নিজেদের সার্বিক সক্ষমতা বিকাশ করতে পারে—এ লক্ষ্যেই আমাদের নিয়মিত আয়োজন অব্যাহত থাকবে।”

এদিকে শিক্ষকরা জানান, কুইজ শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে, পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানের ক্ষেত্র বিস্তৃত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। অভিভাবকরাও এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

প্রতিযোগিতা শেষে উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে এবং পৃথক এক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

এসময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল, সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক আমান উল্লাহ হোসাইন, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক ও সহযোগী সদস্য আব্দুল আলিম উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এমইএস কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:১৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

আরফান আলী, শেরপুর:
শেরপুর সরকারি কলেজে সাংবাদিক সমিতির উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় ক্লাস শেষ হওয়ার পর কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

কুইজ শুরুর আগেই কলেজের একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষার্থীদের ভিড়ে ক্লাসরুম সরগরম হয়ে ওঠে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কৌতূহল ও আগ্রহ প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট তিন শতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন, যা সাম্প্রতিক সময়ে কলেজের অভ্যন্তরে আয়োজিত যে কোনো প্রতিযোগিতার তুলনায় উল্লেখযোগ্য উপস্থিতি।

প্রতিযোগিতায় সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলি, বিজ্ঞান, প্রযুক্তি, শেরপুরের ইতিহাস–ঐতিহ্য এবং সমসাময়িক বিষয়ে বিভিন্ন স্তরের প্রশ্ন করা হয়। শিক্ষার্থীরা একক ভাবে অংশগ্রহণ করে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর করার মাধ্যমে নিজেদের মেধা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এবং বিশ্লেষণী ক্ষমতা প্রদর্শন করেন।

শেরপুর সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আরফান আলী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং সময় ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে এ আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, “শিক্ষার্থীরা যাতে বইয়ের বাইরের জ্ঞান অর্জনের সুযোগ পায় এবং নিজেদের সার্বিক সক্ষমতা বিকাশ করতে পারে—এ লক্ষ্যেই আমাদের নিয়মিত আয়োজন অব্যাহত থাকবে।”

এদিকে শিক্ষকরা জানান, কুইজ শিক্ষার্থীদের মেধাকে শাণিত করে, পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানের ক্ষেত্র বিস্তৃত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। অভিভাবকরাও এ উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

প্রতিযোগিতা শেষে উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে এবং পৃথক এক অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

এসময় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল, সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া, দপ্তর সম্পাদক আমান উল্লাহ হোসাইন, প্রচার সম্পাদক মুবতাসিমুর রহমান সাদিক ও সহযোগী সদস্য আব্দুল আলিম উপস্থিত ছিলেন।