শিরোনাম :
Logo বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদক Logo কচুয়ায় কহলথুড়ি ফুটবল একাডেমীর উদ্যোগে টুর্নামেন্ট উদ্বোধন Logo চুয়াডাঙ্গায় বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo ইবিতে আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ Logo জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু Logo ৪১ ডিগ্রি ছাড়াল চুয়াডাঙ্গার তাপমাত্রা, গলে যাচ্ছে রাস্তার পিচ Logo ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা Logo অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি Logo ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ

বিরাটের সাফল্যের কারণ!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ভারতের এই টেস্ট অধিনায়ক শুধু টেস্ট নয়, ওয়ান ডে ও টি২০ ক্রিকেটেও সমান ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছেন।

বিগত একবছর ধরে তার ব্যাটের ওপর ভর করেই ভারত পাচ্ছে অভাবনীয় সাফল্য। বিরাটের এই সাফল্যের ৫ কারণ সম্পর্কে জানাল ক্রিকেট বিশেষজ্ঞরা।

১.‌ সময় ও ধৈর্য্য— ইনিংসের শুরুতে কিছুটা সময় নেন বিরাট। ধৈর্য্য ধরে কয়েকটা বল দেখে নেন। থিতু হয়ে গেলে উইকেটের চারিদিকে শট খেলতে শুরু করেন।

২.‌ স্পিনের বিরুদ্ধে সাবলীল—স্পিনটা খুব ভালো খেলেন বিরাট। বিপক্ষ স্পিনারদের বিরুদ্ধে প্রয়োজনে যেমন ডিফেন্স করেন, তেমনই পরিস্থিতি অনুযায়ী তাদের আক্রমণও করেন।

৩.‌ লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করা— ম্যাচ অনুযায়ী নিজের পরিকল্পনা তৈরি করেন বিরাট। নিজেকে তৈরিও করেন ঠিক সেইভাবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দেন। দলের সঙ্গে বাড়তি আলোচনা সারেন। সতীর্থদের বক্তব্য শোনেন। এরপর তৈরি করেন রণনীতি।

৪.‌ বোঝাপড়া দুরন্ত— দলের প্রতিটা সতীর্থর সঙ্গে বিরাটের বোঝাপড়া দুরন্ত। ব্যাটিংয়ের সময় জুনিয়রদের গাইড করেন। তাদের আত্মবিশ্বাস জোগান। আর সিনিয়রদের উপর রাখেন বাড়তি ভরসা।

৫.‌ প্রতি আক্রমণ— দল যখন কোণঠাসা, তখন প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার দায়িত্বটা নেন বিরাট। নিজের দলের ব্যাটসম্যানরা যখন চাপের মুখে ভেঙে পড়েছে, তখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ভালোবাসেন। ফিল্ডিংয়ের সময় চিৎকার করে সতীর্থদের উৎসাহ দেন।

ট্যাগস :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি, সম্পাদক

বিরাটের সাফল্যের কারণ!

আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বর্তমান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ভারতের এই টেস্ট অধিনায়ক শুধু টেস্ট নয়, ওয়ান ডে ও টি২০ ক্রিকেটেও সমান ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছেন।

বিগত একবছর ধরে তার ব্যাটের ওপর ভর করেই ভারত পাচ্ছে অভাবনীয় সাফল্য। বিরাটের এই সাফল্যের ৫ কারণ সম্পর্কে জানাল ক্রিকেট বিশেষজ্ঞরা।

১.‌ সময় ও ধৈর্য্য— ইনিংসের শুরুতে কিছুটা সময় নেন বিরাট। ধৈর্য্য ধরে কয়েকটা বল দেখে নেন। থিতু হয়ে গেলে উইকেটের চারিদিকে শট খেলতে শুরু করেন।

২.‌ স্পিনের বিরুদ্ধে সাবলীল—স্পিনটা খুব ভালো খেলেন বিরাট। বিপক্ষ স্পিনারদের বিরুদ্ধে প্রয়োজনে যেমন ডিফেন্স করেন, তেমনই পরিস্থিতি অনুযায়ী তাদের আক্রমণও করেন।

৩.‌ লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করা— ম্যাচ অনুযায়ী নিজের পরিকল্পনা তৈরি করেন বিরাট। নিজেকে তৈরিও করেন ঠিক সেইভাবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দেন। দলের সঙ্গে বাড়তি আলোচনা সারেন। সতীর্থদের বক্তব্য শোনেন। এরপর তৈরি করেন রণনীতি।

৪.‌ বোঝাপড়া দুরন্ত— দলের প্রতিটা সতীর্থর সঙ্গে বিরাটের বোঝাপড়া দুরন্ত। ব্যাটিংয়ের সময় জুনিয়রদের গাইড করেন। তাদের আত্মবিশ্বাস জোগান। আর সিনিয়রদের উপর রাখেন বাড়তি ভরসা।

৫.‌ প্রতি আক্রমণ— দল যখন কোণঠাসা, তখন প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার দায়িত্বটা নেন বিরাট। নিজের দলের ব্যাটসম্যানরা যখন চাপের মুখে ভেঙে পড়েছে, তখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ভালোবাসেন। ফিল্ডিংয়ের সময় চিৎকার করে সতীর্থদের উৎসাহ দেন।