শিরোনাম :
Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি Logo শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান

বিরাটের সাফল্যের কারণ!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ভারতের এই টেস্ট অধিনায়ক শুধু টেস্ট নয়, ওয়ান ডে ও টি২০ ক্রিকেটেও সমান ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছেন।

বিগত একবছর ধরে তার ব্যাটের ওপর ভর করেই ভারত পাচ্ছে অভাবনীয় সাফল্য। বিরাটের এই সাফল্যের ৫ কারণ সম্পর্কে জানাল ক্রিকেট বিশেষজ্ঞরা।

১.‌ সময় ও ধৈর্য্য— ইনিংসের শুরুতে কিছুটা সময় নেন বিরাট। ধৈর্য্য ধরে কয়েকটা বল দেখে নেন। থিতু হয়ে গেলে উইকেটের চারিদিকে শট খেলতে শুরু করেন।

২.‌ স্পিনের বিরুদ্ধে সাবলীল—স্পিনটা খুব ভালো খেলেন বিরাট। বিপক্ষ স্পিনারদের বিরুদ্ধে প্রয়োজনে যেমন ডিফেন্স করেন, তেমনই পরিস্থিতি অনুযায়ী তাদের আক্রমণও করেন।

৩.‌ লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করা— ম্যাচ অনুযায়ী নিজের পরিকল্পনা তৈরি করেন বিরাট। নিজেকে তৈরিও করেন ঠিক সেইভাবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দেন। দলের সঙ্গে বাড়তি আলোচনা সারেন। সতীর্থদের বক্তব্য শোনেন। এরপর তৈরি করেন রণনীতি।

৪.‌ বোঝাপড়া দুরন্ত— দলের প্রতিটা সতীর্থর সঙ্গে বিরাটের বোঝাপড়া দুরন্ত। ব্যাটিংয়ের সময় জুনিয়রদের গাইড করেন। তাদের আত্মবিশ্বাস জোগান। আর সিনিয়রদের উপর রাখেন বাড়তি ভরসা।

৫.‌ প্রতি আক্রমণ— দল যখন কোণঠাসা, তখন প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার দায়িত্বটা নেন বিরাট। নিজের দলের ব্যাটসম্যানরা যখন চাপের মুখে ভেঙে পড়েছে, তখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ভালোবাসেন। ফিল্ডিংয়ের সময় চিৎকার করে সতীর্থদের উৎসাহ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব

বিরাটের সাফল্যের কারণ!

আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বর্তমান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ভারতের এই টেস্ট অধিনায়ক শুধু টেস্ট নয়, ওয়ান ডে ও টি২০ ক্রিকেটেও সমান ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছেন।

বিগত একবছর ধরে তার ব্যাটের ওপর ভর করেই ভারত পাচ্ছে অভাবনীয় সাফল্য। বিরাটের এই সাফল্যের ৫ কারণ সম্পর্কে জানাল ক্রিকেট বিশেষজ্ঞরা।

১.‌ সময় ও ধৈর্য্য— ইনিংসের শুরুতে কিছুটা সময় নেন বিরাট। ধৈর্য্য ধরে কয়েকটা বল দেখে নেন। থিতু হয়ে গেলে উইকেটের চারিদিকে শট খেলতে শুরু করেন।

২.‌ স্পিনের বিরুদ্ধে সাবলীল—স্পিনটা খুব ভালো খেলেন বিরাট। বিপক্ষ স্পিনারদের বিরুদ্ধে প্রয়োজনে যেমন ডিফেন্স করেন, তেমনই পরিস্থিতি অনুযায়ী তাদের আক্রমণও করেন।

৩.‌ লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করা— ম্যাচ অনুযায়ী নিজের পরিকল্পনা তৈরি করেন বিরাট। নিজেকে তৈরিও করেন ঠিক সেইভাবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দেন। দলের সঙ্গে বাড়তি আলোচনা সারেন। সতীর্থদের বক্তব্য শোনেন। এরপর তৈরি করেন রণনীতি।

৪.‌ বোঝাপড়া দুরন্ত— দলের প্রতিটা সতীর্থর সঙ্গে বিরাটের বোঝাপড়া দুরন্ত। ব্যাটিংয়ের সময় জুনিয়রদের গাইড করেন। তাদের আত্মবিশ্বাস জোগান। আর সিনিয়রদের উপর রাখেন বাড়তি ভরসা।

৫.‌ প্রতি আক্রমণ— দল যখন কোণঠাসা, তখন প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার দায়িত্বটা নেন বিরাট। নিজের দলের ব্যাটসম্যানরা যখন চাপের মুখে ভেঙে পড়েছে, তখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ভালোবাসেন। ফিল্ডিংয়ের সময় চিৎকার করে সতীর্থদের উৎসাহ দেন।