শিরোনাম :
Logo কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা Logo আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঈদের আয়োজন Logo নির্বাচন ডিসেম্বরের মধ্যে না হলে দেশ অস্থিতিশীল হতে পারে, রয়টার্সকে মঈন খান Logo কলকাতাকে উড়িয়ে মুম্বাইয়ের প্রথম জয় Logo অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে চমক, তালিকায় ২ টেস্ট খেলা ব্যাটার Logo আবারও রাফাহ থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের Logo জাপানে মেগা ভূমিকম্পের আশঙ্কা, মারা যেতে পারে ৩ লাখ মানুষ Logo ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন-বাস স্টেশনে ঘরমুখো মানুষের চাপ Logo দুই অঞ্চলে ঝড়ের আভাস, সতর্ক সংকেত

বিরাটের সাফল্যের কারণ!

  • আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বর্তমান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ভারতের এই টেস্ট অধিনায়ক শুধু টেস্ট নয়, ওয়ান ডে ও টি২০ ক্রিকেটেও সমান ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছেন।

বিগত একবছর ধরে তার ব্যাটের ওপর ভর করেই ভারত পাচ্ছে অভাবনীয় সাফল্য। বিরাটের এই সাফল্যের ৫ কারণ সম্পর্কে জানাল ক্রিকেট বিশেষজ্ঞরা।

১.‌ সময় ও ধৈর্য্য— ইনিংসের শুরুতে কিছুটা সময় নেন বিরাট। ধৈর্য্য ধরে কয়েকটা বল দেখে নেন। থিতু হয়ে গেলে উইকেটের চারিদিকে শট খেলতে শুরু করেন।

২.‌ স্পিনের বিরুদ্ধে সাবলীল—স্পিনটা খুব ভালো খেলেন বিরাট। বিপক্ষ স্পিনারদের বিরুদ্ধে প্রয়োজনে যেমন ডিফেন্স করেন, তেমনই পরিস্থিতি অনুযায়ী তাদের আক্রমণও করেন।

৩.‌ লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করা— ম্যাচ অনুযায়ী নিজের পরিকল্পনা তৈরি করেন বিরাট। নিজেকে তৈরিও করেন ঠিক সেইভাবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দেন। দলের সঙ্গে বাড়তি আলোচনা সারেন। সতীর্থদের বক্তব্য শোনেন। এরপর তৈরি করেন রণনীতি।

৪.‌ বোঝাপড়া দুরন্ত— দলের প্রতিটা সতীর্থর সঙ্গে বিরাটের বোঝাপড়া দুরন্ত। ব্যাটিংয়ের সময় জুনিয়রদের গাইড করেন। তাদের আত্মবিশ্বাস জোগান। আর সিনিয়রদের উপর রাখেন বাড়তি ভরসা।

৫.‌ প্রতি আক্রমণ— দল যখন কোণঠাসা, তখন প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার দায়িত্বটা নেন বিরাট। নিজের দলের ব্যাটসম্যানরা যখন চাপের মুখে ভেঙে পড়েছে, তখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ভালোবাসেন। ফিল্ডিংয়ের সময় চিৎকার করে সতীর্থদের উৎসাহ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কচুয়ায় নিরাপদ সড়ক চাই উদ্যোগে ডা. আমিনুল ইসলামকে ফুলেল সংবর্ধনা

বিরাটের সাফল্যের কারণ!

আপডেট সময় : ১২:২৮:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

বর্তমান ক্রিকেটের অন্যতম সফল ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। ভারতের এই টেস্ট অধিনায়ক শুধু টেস্ট নয়, ওয়ান ডে ও টি২০ ক্রিকেটেও সমান ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়ে আসছেন।

বিগত একবছর ধরে তার ব্যাটের ওপর ভর করেই ভারত পাচ্ছে অভাবনীয় সাফল্য। বিরাটের এই সাফল্যের ৫ কারণ সম্পর্কে জানাল ক্রিকেট বিশেষজ্ঞরা।

১.‌ সময় ও ধৈর্য্য— ইনিংসের শুরুতে কিছুটা সময় নেন বিরাট। ধৈর্য্য ধরে কয়েকটা বল দেখে নেন। থিতু হয়ে গেলে উইকেটের চারিদিকে শট খেলতে শুরু করেন।

২.‌ স্পিনের বিরুদ্ধে সাবলীল—স্পিনটা খুব ভালো খেলেন বিরাট। বিপক্ষ স্পিনারদের বিরুদ্ধে প্রয়োজনে যেমন ডিফেন্স করেন, তেমনই পরিস্থিতি অনুযায়ী তাদের আক্রমণও করেন।

৩.‌ লক্ষ্য অনুযায়ী নিজেকে তৈরি করা— ম্যাচ অনুযায়ী নিজের পরিকল্পনা তৈরি করেন বিরাট। নিজেকে তৈরিও করেন ঠিক সেইভাবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামার আগে অনুশীলনে বাড়তি সময় দেন। দলের সঙ্গে বাড়তি আলোচনা সারেন। সতীর্থদের বক্তব্য শোনেন। এরপর তৈরি করেন রণনীতি।

৪.‌ বোঝাপড়া দুরন্ত— দলের প্রতিটা সতীর্থর সঙ্গে বিরাটের বোঝাপড়া দুরন্ত। ব্যাটিংয়ের সময় জুনিয়রদের গাইড করেন। তাদের আত্মবিশ্বাস জোগান। আর সিনিয়রদের উপর রাখেন বাড়তি ভরসা।

৫.‌ প্রতি আক্রমণ— দল যখন কোণঠাসা, তখন প্রতিপক্ষ শিবিরে লড়াই পৌঁছে দেওয়ার দায়িত্বটা নেন বিরাট। নিজের দলের ব্যাটসম্যানরা যখন চাপের মুখে ভেঙে পড়েছে, তখন দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে ভালোবাসেন। ফিল্ডিংয়ের সময় চিৎকার করে সতীর্থদের উৎসাহ দেন।