ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভিডিও কলের সময় গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে রাসেল মিয়া রাজু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত রাসেল মিয়া রাজুকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি দিবাগত রাতে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের নিকটবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল মিয়া রাজু রংপুর জেলার পীরগাছা উপজেলার শিবদেবপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে।
তিনি বর্তমানে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের নিরাপত্তা দায়িত্বে কর্মরত ছিলেন এবং এক সন্তানের জনক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের আব্দুল হান্নানের মেয়ের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাসেল মিয়া রাজুর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে তারা ফেসবুক ম্যাসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তা ও ভিডিও কলে যোগাযোগ রাখতেন।
এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলের মুহূর্তে প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে রাখেন রাসেল মিয়া রাজু।


















































