রায়হান রাফীর ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’র ঘোষণা এসেছিল অনেক আগেই। তবে এতে কারা অভিনয় করবেন সেকথা জানা যায়নি। গুঞ্জন রটে- এতে সিয়াম আহমেদকে দেখা যাবে। এও শোনা যায়, চঞ্চল চৌধুরীর অভিনয়ের কথা রয়েছে! অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিনেমার অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করলেন রাফী।
গতকাল সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ডের ভোকালিস্ট শাকিব চৌধুরীর ‘গিক মিথ’ নামের একটি শো-তে এই ঘোষণা দেন নির্মাতা। রাফী জানান, ইতিমধ্যেই ‘আন্ধার’র শুটিং সম্পন্ন। এমনকি এবারই প্রথম নিজের চিরচেনা ছক ভেঙে অন্যকারও গল্পে কাজ করলেন তিনি।
রায়হান রাফী কথায়, ‘এতদিন পর্যন্ত আমার যেসব সিনেমা আপনারা দেখেছেন, বেশিরভাগ সিনেমার গল্প আমার ছিল। আমি লিখেছিলাম, পরবর্তীতে আমার সাথে কোনো কো-রাইটার লিখেছে। আমার ধারণা ছিল, আমি সাধারণত এ রকম সিনেমাই করব, যেগুলো আমি নিজে লেখি। কখনও ভাবিনি আমি অন্য কারও গল্পতে কাজ করব। এই প্রথম আমি অন্য কারও গল্প নিয়ে কাজ করলাম। মুগ্ধ হয়ে কাজ করলাম, চিত্রনাট্য পড়ে মনে হয় যে এটা আমি বানাতে চাই। তারপর দুই বছর সেই স্বপ্ন লালন-পালন করে, সেই শুটিং ইতিমধ্যে শেষ করে ফেলেছি। সেই সিনেমাটির নাম “আন্ধার”।’
এরপরই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করেন এই নির্মাতা। জানা যায়, সিনেমাতে ‘গোয়েন্দা দেলোয়ার’ চরিত্রে থাকছেন সিয়াম আহমেদ, ‘শমসের’ চরিত্রে চঞ্চল চৌধুরী এবং ‘নাদিয়া’ চরিত্রে আছেন নাজিফা তুষি। এর আগে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমায় চঞ্চল ও তুষিকে একসঙ্গে দেখা গিয়েছিল।
এ ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, স্বর্ণালী চৈতি ও তানজিকা আমিন।
যৌথভাবে ‘আন্ধার’র গল্প লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।
শাকিব চৌধুরীর মতে, সিনেমাটি হবে বাংলাদেশি সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত একটি ভৌতিক গল্প, যেখানে রহস্য, থ্রিলার, খুন ও আবেগ মিশে যাবে, যেমনটা পশ্চিমা ভৌতিক ছবিতে দেখা যায়।
            























































