শিরোনাম :
Logo শাহজাদপুরে দুই প্রবাসীর লাশ উদ্ধার Logo সিরাজগঞ্জের বিএনপি নেতা রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহার  Logo সিরাজগঞ্জে প্রাণিসম্পদের ব্যর্থ প্রকল্পে তিন কোটি টাকার সরঞ্জাম ঝুঁকিতে Logo দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের জন্মদিন আজ Logo মাথাব্যথা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় Logo পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শ্যামনগরের ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় Logo সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo কচুয়ার ভূঁইয়ারা গ্রামে বিয়ের ঘটনায় সহকারী পুলিশ সুপারের তদন্ত Logo কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত জাকির হোসেন মোল্লা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের জন্মদিন আজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৭০৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
লেখক, সাংবাদিক, শিক্ষক, সংগঠক ও সম্পাদক আশরাফ ইকবাল মুন্সিগঞ্জে এক বিদগ্ধ সাংবাদিক হিসেবে পরিচিত। বস্তুনিষ্ঠতা, নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।
দেশের সাধারণ মানুষের জীবনসংগ্রাম, বিশেষ করে প্রান্তিক ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর সমস্যাকে তিনি তার লেখায় তুলে ধরেন।
সমাজের অসঙ্গতি, স্বার্থপরতা, লোভ ও ভণ্ডামির চিত্রও তার প্রতিবেদনে ফুটে ওঠে। আশরাফ ইকবাল কেবল সংবাদকর্মী নন, তিনি এক অর্থে মানুষের কল্যাণে নিবেদিত এক সমাজসচেতন লেখক।
মানুষ, প্রাণী, মাছ, শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ খেলাধুলা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, প্রকৃতি, পাখি, ফুল, ফল, ভেষজ, লোকশিল্প ও কুটির শিল্প— সমাজ জীবনের প্রায় সব ক্ষেত্র নিয়েই তিনি লিখেছেন। তাঁর লেখনী মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করে, অন্যায় ও মন্দ কাজে বাধা দেয়।
২০০৫ সালে বিডিরিপোর্ট২৪-এ কাজের মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক সংবাদ-এর সিরাজদিখান সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি ব্যাপক প্রশংসা পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি দীর্ঘদিন সাপ্তাহিক আমাদের বিক্রমপুর-এর বার্তা সম্পাদক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর সংকলন ‘প্রভাত’-এর সম্পাদক এবং মাসিক বিক্রমপুর-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি স্থানীয় দৈনিক ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ ও ম্যাগাজিন ‘ঝিকুটপত্র’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনেও তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। ২০০৪ সালে স্থানীয় সংগঠন ‘সমাজ সংস্কার সংঘ’-এর সদস্য হিসেবে সংগঠনে যুক্ত হন। পরবর্তীতে তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)-এর প্রতিষ্ঠাতা সদস্য, বিক্রমপুর চাঁদের হাট-এর যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিকুট ফাউন্ডেশন ও সিরাজদিখান নাগরিক সমাজ-এর প্রতিষ্ঠাতা, সিরাজদিখান প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক (২০১৬-১৮), মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং Youth View সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিরাজদিখান ব্লাড ব্যাংক-এর উপদেষ্টা এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জ শাখা-এর সদস্য সচিব।
সংবাদ প্রতিবেদন ছাড়াও আশরাফ ইকবাল ছোটগল্প, প্রবন্ধ, ফিচার ও ক্যারিয়ার বিষয়ক লেখা লেখেন। ২০০৬ সালে দৈনিক বাঙলাবাজার পত্রিকার ‘হইচই’ বিভাগে তার প্রথম ছড়া ‘জীবন নিয়ে’ প্রকাশিত হয়। এরপর তিনি দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, নবচেতনা, সংবাদ, দ্য রিপোর্ট২৪, তালাশ বিডিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। পাশাপাশি তিনি সামু, আমারব্লগ, বিডিটুডে, সোনার বাংলা প্রভৃতি ব্লগে লেখক হিসেবে পরিচিত।
১৯৮৬ সালের ২৯ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আশরাফ ইকবাল।
সুখ-দুঃখ, হাসি-কান্না আর মানুষের নিরন্তর ভালোবাসা নিয়ে তিনি আজ জীবনের আরেকটি নতুন বছরে পদার্পণ করেছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই—
প্রতিটি দিন কাটুক সাফল্য, সুস্বাস্থ্য ও ভালোবাসায় ভরপুর। তাঁর কর্মময় জীবন আরও আলো ছড়াক, সমাজ ও মানুষের কল্যাণে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে দুই প্রবাসীর লাশ উদ্ধার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের জন্মদিন আজ

আপডেট সময় : ০৬:২১:৫৩ অপরাহ্ণ, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
লেখক, সাংবাদিক, শিক্ষক, সংগঠক ও সম্পাদক আশরাফ ইকবাল মুন্সিগঞ্জে এক বিদগ্ধ সাংবাদিক হিসেবে পরিচিত। বস্তুনিষ্ঠতা, নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে আসছেন।
দেশের সাধারণ মানুষের জীবনসংগ্রাম, বিশেষ করে প্রান্তিক ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর সমস্যাকে তিনি তার লেখায় তুলে ধরেন।
সমাজের অসঙ্গতি, স্বার্থপরতা, লোভ ও ভণ্ডামির চিত্রও তার প্রতিবেদনে ফুটে ওঠে। আশরাফ ইকবাল কেবল সংবাদকর্মী নন, তিনি এক অর্থে মানুষের কল্যাণে নিবেদিত এক সমাজসচেতন লেখক।
মানুষ, প্রাণী, মাছ, শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ খেলাধুলা, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, প্রকৃতি, পাখি, ফুল, ফল, ভেষজ, লোকশিল্প ও কুটির শিল্প— সমাজ জীবনের প্রায় সব ক্ষেত্র নিয়েই তিনি লিখেছেন। তাঁর লেখনী মানুষকে সৎ কাজে অনুপ্রাণিত করে, অন্যায় ও মন্দ কাজে বাধা দেয়।
২০০৫ সালে বিডিরিপোর্ট২৪-এ কাজের মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক সংবাদ-এর সিরাজদিখান সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি ব্যাপক প্রশংসা পান।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি দীর্ঘদিন সাপ্তাহিক আমাদের বিক্রমপুর-এর বার্তা সম্পাদক, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর সংকলন ‘প্রভাত’-এর সম্পাদক এবং মাসিক বিক্রমপুর-এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি স্থানীয় দৈনিক ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’ ও ম্যাগাজিন ‘ঝিকুটপত্র’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনেও তার সক্রিয় ভূমিকা প্রশংসনীয়। ২০০৪ সালে স্থানীয় সংগঠন ‘সমাজ সংস্কার সংঘ’-এর সদস্য হিসেবে সংগঠনে যুক্ত হন। পরবর্তীতে তিনি আইএফসি বাংলাদেশ নদী ও পরিবেশ কমিটি (ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা)-এর প্রতিষ্ঠাতা সদস্য, বিক্রমপুর চাঁদের হাট-এর যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিকুট ফাউন্ডেশন ও সিরাজদিখান নাগরিক সমাজ-এর প্রতিষ্ঠাতা, সিরাজদিখান প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক (২০১৬-১৮), মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরাম-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং Youth View সংগঠনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সিরাজদিখান ব্লাড ব্যাংক-এর উপদেষ্টা এবং আন্তর্জাতিক ফারাক্কা কমিটি মুন্সিগঞ্জ শাখা-এর সদস্য সচিব।
সংবাদ প্রতিবেদন ছাড়াও আশরাফ ইকবাল ছোটগল্প, প্রবন্ধ, ফিচার ও ক্যারিয়ার বিষয়ক লেখা লেখেন। ২০০৬ সালে দৈনিক বাঙলাবাজার পত্রিকার ‘হইচই’ বিভাগে তার প্রথম ছড়া ‘জীবন নিয়ে’ প্রকাশিত হয়। এরপর তিনি দৈনিক নয়াদিগন্ত, সংগ্রাম, ইনকিলাব, নবচেতনা, সংবাদ, দ্য রিপোর্ট২৪, তালাশ বিডিসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়মিত লেখালেখি করছেন। পাশাপাশি তিনি সামু, আমারব্লগ, বিডিটুডে, সোনার বাংলা প্রভৃতি ব্লগে লেখক হিসেবে পরিচিত।
১৯৮৬ সালের ২৯ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন আশরাফ ইকবাল।
সুখ-দুঃখ, হাসি-কান্না আর মানুষের নিরন্তর ভালোবাসা নিয়ে তিনি আজ জীবনের আরেকটি নতুন বছরে পদার্পণ করেছেন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই—
প্রতিটি দিন কাটুক সাফল্য, সুস্বাস্থ্য ও ভালোবাসায় ভরপুর। তাঁর কর্মময় জীবন আরও আলো ছড়াক, সমাজ ও মানুষের কল্যাণে।