যশোরের মণিরামপুর উপজেলায় কপালিয়া বাজারে প্রকাশ্যে এক দুর্ধর্ষ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী (৪৫) নামে এক কথিত চরমপন্থি নেতা নিহত হয়েছেন। নিহত রানা প্রতাপ কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের তুষার বৈরাগীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে রানা প্রতাপের একটি বরফকল রয়েছে। সন্ধ্যায় তিনি বরফকলের পাশে একটি বিউটি পার্লারের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলে আসা তিন সশস্ত্র যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনাকীর্ণ বাজারে সন্ধ্যায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রানা প্রতাপ এলাকায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়দের তথ্যমতে, তিনি অভয়নগর উপজেলার শ্রমজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও আলোচিত শ্রমিক নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলাসহ একাধিক মামলার অন্যতম আসামি। দীর্ঘকাল ধরে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিনি বর্তমানে ঘটনাস্থলে তদন্ত করছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।



















































