সোমবার | ৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল

চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সম্মাননা পেলেন বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবুকে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংবাদিক সম্মাননা ও পুরস্কার প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।

সম্মাননা গ্রহণকালে অনুভূতি প্রকাশ করে মফিজুর রহমান খান বাবু বলেন, “সাংবাদিকতা আমার কাছে কেবল একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। সত্য, ন্যায় ও মানুষের পক্ষে কথা বলার অঙ্গীকার নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। চাঁদপুরের মতো সাংবাদিকতার ঐতিহ্যবাহী একটি প্রেসক্লাব থেকে এ সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার।”

তিনি আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীন, সাহসী ও জনস্বার্থে কাজ করার সুযোগ করে দিলে সমাজ ও রাষ্ট্র আরও উপকৃত হবে।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশন আশাবাদী এবার একটি ভালো নির্বাচন হবে: ইসি আনোয়ারুল ইসলাম সরকার

চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সম্মাননা পেলেন বাংলাদেশের আলোর সম্পাদক মফিজুর রহমান খান বাবু

আপডেট সময় : ০৫:২৯:০৭ অপরাহ্ণ, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মফিজুর রহমান খান বাবুকে সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংবাদিক সম্মাননা ও পুরস্কার প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ।

সম্মাননা গ্রহণকালে অনুভূতি প্রকাশ করে মফিজুর রহমান খান বাবু বলেন, “সাংবাদিকতা আমার কাছে কেবল একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। সত্য, ন্যায় ও মানুষের পক্ষে কথা বলার অঙ্গীকার নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। চাঁদপুরের মতো সাংবাদিকতার ঐতিহ্যবাহী একটি প্রেসক্লাব থেকে এ সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার।”

তিনি আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীন, সাহসী ও জনস্বার্থে কাজ করার সুযোগ করে দিলে সমাজ ও রাষ্ট্র আরও উপকৃত হবে।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।