বৃহস্পতিবার | ৮ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জেলা বিএনপি সদস্য শামসুল হক প্রধানীয়ার পিতার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া Logo জীবননগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া Logo বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারিত্ব চুক্তির আলোচনা শিগগিরই চূড়ান্ত হবে : ইইউ Logo ইন্টেরিয়োর ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা Logo ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযান সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও মদ জব্দ Logo কয়রায় পুলিশ–জনগণের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা Logo হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি Logo দেশের ৪ বিভাগসহ ১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ Logo ৬ লাখ ৭৭ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ

চাঁদপুর সদরে মাসিক এনজিও সমন্বয় সভা সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন সম্ভব …….ইউএনও এস এম এন জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক এনজিও সমন্বয় সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা'র হাতে নতুন বছরের শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, এর সুফল যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা আরও জোরদার করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সেলিম পাটোয়ারী, ব্রাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, সিসিডিএ’র চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার,স্কয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক বি এম হাসান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের উপ প্রশাসনিক কর্মকর্তা নাসির হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো আলোচনা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনজিওগুলোর কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান–প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ভবিষ্যতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করা হয়।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জেলা বিএনপি সদস্য শামসুল হক প্রধানীয়ার পিতার মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

চাঁদপুর সদরে মাসিক এনজিও সমন্বয় সভা সমন্বিত উদ্যোগেই টেকসই উন্নয়ন সম্ভব …….ইউএনও এস এম এন জামিউল হিকমা

আপডেট সময় : ০৬:৪৬:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, এর সুফল যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

তিনি আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে এনজিওগুলোর ভূমিকা আরও জোরদার করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সেলিম পাটোয়ারী, ব্রাক জেলা সমন্বয়ক জিয়াউর রহমান, সিসিডিএ’র চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার,স্কয়ার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক বি এম হাসান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের উপ প্রশাসনিক কর্মকর্তা নাসির হোসেন।

সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো আলোচনা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এনজিওগুলোর কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান–প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ভবিষ্যতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করা হয়।