চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তীব্র শীত থেকে অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে ২ সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও সার্বিক তদারকি করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
এ সময় ইউএনও জামিউল হিকমা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতের কষ্টে ভোগান্তিতে না পড়ে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
ইউএনও আরও জানান, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ছাড়াও শহরের বিভিন্ন ভাসমান ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে হরিজন সম্প্রদায়, বেদে পল্লী, ভাসমান জনগোষ্ঠী, বুদ্ধি প্রতিবন্ধী, হকার, পরিচ্ছন্নতা কর্মী, আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা, গ্রামীণ মাটির কাজের শ্রমিক, হিজরা জনগোষ্ঠীসহ দরিদ্র ও অসহায় মানুষ। প্রকৃত শীতার্তদের তালিকা অনুযায়ী এসব কম্বল সরাসরি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম শীতকাল জুড়ে অব্যাহত থাকবে।
কম্বল বিতরণকালে চাঁদপুর জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের জন্য অনেকটাই স্বস্তি এনে দিয়েছে।
ছবির ক্যাপশন: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে তীব্র শীত থেকে অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে ২ সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।


















































