খুলনা জেলার কয়রায় থানা পুলিশের উদ্যোগে পুলিশ–জনগণের অংশগ্রহণে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভাটি কয়রা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, সুধী সমাজের সদস্য, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একক দায়িত্ব নয়; সমাজের প্রতিটি সচেতন নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় অপরাধ দমন সম্ভব। তিনি মাদক, ইভটিজিং, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়লে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে। এ ধরনের মতবিনিময় সভা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা নিরসনে পুলিশের কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

























































