নিউজ ডেস্ক:
চলতি বছরের মে মাসে ৫০ বছর পূর্ণ হবে ভারতের কোটি হৃদয়ের স্বপ্নসুন্দরী মাধুরী দীক্ষিতের। নাচ-অভিনয় তো বটেই, রূপ দিয়েও মুগ্ধ করেছেন এ বলিউড নায়িকা। কিন্তু বয়স তো আর বসে থাকে না। সময় তার ছাপ রেখে গেছে চেহারায়।
মাধুরীর সেই চেহারাটা কেমন- তা জানতে বলিউডপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কিন্তু নায়িকা বলে কথা। মেকআপ ছাড়া তাদের ক্যামেরাবন্দী করাই মুশকিল। ঘর থেকে তারা মেকআপ ছাড়া বেরই হন না।
তবে ব্যতিক্রম ঘটেছে গত বৃহস্পতিবার। মুম্বাইয়ের বান্দ্রায় স্বামী শ্রীরাম নেনের সঙ্গে মাধুরী গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন। নজর পড়তেই ক্যামেরাম্যানরা মেকআপবিহীন মাধুরীকে লেন্সবন্দী করা শুরু করেন। টের পেতেই রুমাল ও হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করেছেন। কিন্তু ততক্ষণে ঢের দেরি হয়ে গেছে। ক্যামেরায় ধরা পড়েছে মাধুরীরর জৌলুশহীন চেহারা।