শিরোনাম :
Logo আসছে সিফাত নুসরাতের নতুন বই “অগ্নিকন্যা” Logo সনদ ইস্যুসহ দুই দফা দাবিতে ইবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি Logo ‘নুরুল হুদার সঙ্গে মব জাস্টিসে দলের কেউ জড়ি‌ত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি’ Logo জুবাইদা রহমান ভোটার হচ্ছেন, তথ্য সংগ্রহ করেছে ইসি Logo জুলাই বিপ্লবে স্কাউট সদস্যের আত্মাহুতি, এমন নজির বিশ্বে আর নেই: প্রধান উপদেষ্টা Logo সাবেক সিইসিসহ আ. লীগের ৮ জনকে গ্রেপ্তারের কথা জানালো ডিএমপি Logo মব সৃষ্টিতে পুলিশের ভুল থাকলে তদন্ত করে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo কচুয়ায় নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান Logo রাবিতে ঐতিহাসিক পলাশী দিবস পালন Logo শেরপুর সরকারি কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘ভালোবাসা’ মন ও দেহে যে ৬ প্রভাব ফেলে!

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:০৯:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভালোবাসা একটি মানুষের মস্তিষ্কে জাদুকরি সব পরিবর্তন আনে। ভালোবাসায় বদলে যায় মন, প্রভাব পড়ে দেহে।

এ লেখায় তুলে ধরা হলো ভালোবাসার তেমন কিছু পরিবর্তনের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. সুখী হওয়ার অনুভূতি:
ভালোবাসলে মনের মাঝে যে অনুভূতি হয় তাকে সুখী হওয়ার অনুভূতি বলা যায়। এ অনুভূতির বিষয়ে গবেষণা করেছেন গবেষকরা। তারা জানিয়েছেন এতে মস্তিষ্কে ডোপামাইনের নিঃস্বরণ বৃদ্ধি পায়। আর একই অনুভূতি তৈরি হয় বিভিন্ন ধরনের আনন্দেও।

২. ব্যথা মুক্তি:
অনেকেরই ভালোবাসার অনুভূতি এত তীব্র হয় যে, তাতে চাপা পড়ে যায় ব্যথা কিংবা যন্ত্রণার অনুভূতি। সাম্প্রতিক এক গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে।

৩. চোখের ফাঁদে:
আপনি যদি আপনার সঙ্গীর চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং কতবার তার চোখের পলক পড়ল, তার হিসাব করেন তাহলে এ কাজের যে আকর্ষণ অনুভব করবেন তা অন্য অধিকাংশ কাজের তুলনায় বেশি।

৪. গালের তাপ বৃদ্ধি:
আপনি যখন কারো সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হন তখন তাৎক্ষণিকভাবে আপনার গালের তাপ বৃদ্ধি পায়। এটি ঘটে বিভিন্ন হরমোনজনিত পরিবর্তনের কারণে। এতে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং দেহে অক্সিজেনের বাড়তি উপস্থিতি দেখা যায়। ফলে গাল কিছুটা লালাভও হয়ে যায়।

৫. হৃৎপিণ্ডের সুরক্ষা:
বিবাহিত মানুষদের মাঝে অবিবাহিতদের তুলনায় হৃদরোগের হার কম। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে। আর এতে ভালোবেসে ঘর-সংসার করার উপকারিতাই প্রমাণিত হয়।

৬. শিহরিত হয় দেহ:
ভালোবাসার অনুভূতি আপনার সারা দেহে ছড়িয়ে পড়ে। এতে শিহরিত হয় দেহ। এক গবেষণাতেও বিষয়টির উপকারিতা প্রমাণিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আসছে সিফাত নুসরাতের নতুন বই “অগ্নিকন্যা”

‘ভালোবাসা’ মন ও দেহে যে ৬ প্রভাব ফেলে!

আপডেট সময় : ০৪:০৯:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

ভালোবাসা একটি মানুষের মস্তিষ্কে জাদুকরি সব পরিবর্তন আনে। ভালোবাসায় বদলে যায় মন, প্রভাব পড়ে দেহে।

এ লেখায় তুলে ধরা হলো ভালোবাসার তেমন কিছু পরিবর্তনের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

১. সুখী হওয়ার অনুভূতি:
ভালোবাসলে মনের মাঝে যে অনুভূতি হয় তাকে সুখী হওয়ার অনুভূতি বলা যায়। এ অনুভূতির বিষয়ে গবেষণা করেছেন গবেষকরা। তারা জানিয়েছেন এতে মস্তিষ্কে ডোপামাইনের নিঃস্বরণ বৃদ্ধি পায়। আর একই অনুভূতি তৈরি হয় বিভিন্ন ধরনের আনন্দেও।

২. ব্যথা মুক্তি:
অনেকেরই ভালোবাসার অনুভূতি এত তীব্র হয় যে, তাতে চাপা পড়ে যায় ব্যথা কিংবা যন্ত্রণার অনুভূতি। সাম্প্রতিক এক গবেষণাতেও বিষয়টি প্রমাণিত হয়েছে।

৩. চোখের ফাঁদে:
আপনি যদি আপনার সঙ্গীর চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং কতবার তার চোখের পলক পড়ল, তার হিসাব করেন তাহলে এ কাজের যে আকর্ষণ অনুভব করবেন তা অন্য অধিকাংশ কাজের তুলনায় বেশি।

৪. গালের তাপ বৃদ্ধি:
আপনি যখন কারো সঙ্গে ভালোবাসায় আবদ্ধ হন তখন তাৎক্ষণিকভাবে আপনার গালের তাপ বৃদ্ধি পায়। এটি ঘটে বিভিন্ন হরমোনজনিত পরিবর্তনের কারণে। এতে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং দেহে অক্সিজেনের বাড়তি উপস্থিতি দেখা যায়। ফলে গাল কিছুটা লালাভও হয়ে যায়।

৫. হৃৎপিণ্ডের সুরক্ষা:
বিবাহিত মানুষদের মাঝে অবিবাহিতদের তুলনায় হৃদরোগের হার কম। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে। আর এতে ভালোবেসে ঘর-সংসার করার উপকারিতাই প্রমাণিত হয়।

৬. শিহরিত হয় দেহ:
ভালোবাসার অনুভূতি আপনার সারা দেহে ছড়িয়ে পড়ে। এতে শিহরিত হয় দেহ। এক গবেষণাতেও বিষয়টির উপকারিতা প্রমাণিত হয়েছে।