সিনেমা মুক্তি উপলক্ষে নায়ক-নায়িকা,পরিচালক ও প্রযোজকদের প্রচারণার কমতি থাকে না।সংবাদ সম্মেলন থেকে শুরু করে ঘোড়ার গাড়ি কিংবা জমকালো ইভেন্ট— সবই থাকে সেই তালিকায়।তবে এবার সব চিরাচরিত প্রথার বাইরে গিয়ে এক নতুন ও অভিনব প্রচারণার নজির স্থাপন করেছেন অভিনেতা রাসেল মিয়া।
আসন্ন ১৪ নভেম্বর মুক্তি পেতে যাওয়া তাঁর নতুন চলচ্চিত্র ‘গোয়ার’-এর প্রচারে তিনি বেছে নিয়েছেন সম্পূর্ণ মানবিক একটি পথ।এফডিসির প্রধান ফটকের সামনে তিনি নিজেই রান্না করে পঞ্চাশোর্ধ্ব রিকশাচালক বৃদ্ধদের এবং তেজগাঁও, মগবাজার, কারওয়ান বাজার এলাকার সড়কে থাকা মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদের পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন। এর আগেও রাসেল মিয়ার সিনেমা প্রচারণায় ছিল ভিন্ন চমক। তিনি ভ্যানগাড়ি চালিয়ে প্রচার চালিয়ে রাতারাতি দর্শকদের মুখে তাঁর সিনেমার নাম ছড়িয়ে দিয়েছিলেন।
‘গোয়ার’সিনেমার এমন ব্যতিক্রমী প্রচারণা প্রসঙ্গে জানতে চাইলে নায়ক রাসেল মিয়া বলেন,প্রচারণার একটা বাজেট তো থাকেই। প্রতিবারের মতো এবারও আমি চেষ্টা করেছি ভিন্ন কিছু করতে। আমার প্রযোজক নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর বোনকে বললাম,কোনো ফাইভ স্টার হোটেলে প্রচার না করে রাস্তায় পড়ে থাকা অসহায় মানুষগুলোকে খাওয়ানোর মধ্য দিয়ে প্রচার শুরু করি। হেলেনা জাহাঙ্গীর খুশি হয়ে সাথে সাথে রাজি হলেন এবং আমাকে ধন্যবাদ দিলেন।রাসেল মিয়ার এই ভিন্নরকম মানবিক প্রচারণায় সকল স্তরের মানুষের কাছেই প্রশংসা কুড়াচ্ছেন।
ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, “’গোয়ার’ একটি গণমানুষের ছবি। গার্মেন্টস যোদ্ধাদের ছবি, কৃষক যোদ্ধাদের ছবি, গুলিস্তানের ছবি।সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।”১৪ নভেম্বর সারাদেশে একযোগে মুক্তি পাবে রকিবুল আলম রকিব পরিচালিত সিনেমা ‘গোয়ার’।
এতে রাসেল মিয়া ছাড়াও অভিনয় করেছেন জলি,মিশা সওদাগর,মনজুর আলম, হেলেনা জাহাঙ্গীর,বর্দা মিঠু, ডেঞ্জার নাসিম সহ আরও অনেকে।










































