সোমবার | ৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল

দেশমের পর ফ্রান্সের নতুন কোচ জিদান?

  • Anis Khan
  • আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৭৮৭ বার পড়া হয়েছে

ফ্রান্স জাতীয় দলের কোচিং প্যানেলে বড় পরিবর্তন প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। বর্তমান কোচ দিদিয়ের দেশম ঘোষণা দিয়েছেন যে ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ টুর্নামেন্ট। দীর্ঘ এক যুগ ধরে ফ্রান্সকে নেতৃত্ব দিয়ে তিনি জিতিয়েছেন ২০১৮ বিশ্বকাপ, খেলিয়েছেন ইউরো ২০১৬ ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন দলকে। তবে ইউরো ২০২০–এর ব্যর্থতার মতো হতাশাজনক মুহূর্তও ছিল তার সময়ে। দেশমের বিদায়ের প্রেক্ষাপটে ফ্রান্সের ফুটবল সংস্থা একজন বড় মাপের কোচ খুঁজছিল এবং সেখানে সবচেয়ে এগিয়ে আছেন জিনেদিন জিদান।

ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, জিদানের সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং খসড়া চুক্তিও অনেকদূর অগ্রসর। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দেওয়া জিদানকে অনেকেই দেশমের স্বাভাবিক উত্তরসূরি হিসেবে দেখছেন। কয়েক মাস আগে জিদান নিজেও কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, যদিও তখন তিনি গন্তব্য প্রকাশ করেননি। দেশের ফুটবলের প্রতি তার গভীর টান, ব্যক্তিত্ব, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং খেলোয়াড়ি জীবনের অর্জন তাকে ফরাসি দলের নতুন প্রধান হিসেবে প্রায় অনিবার্য করে তুলেছে। সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপের পরই ফ্রান্স দলে শুরু হতে যাচ্ছে জিদানের নতুন অধ্যায়, আর ফরাসি ফুটবলের আশা—পোস্ট-দেশম যুগে দলের নেতৃত্বে নতুন দিশা দেখাবেন দেশের এই কিংবদন্তি ফুটবল আইকন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শীত জয়ে মানবতার উষ্ণতা, চাঁদপুর সদরজুড়ে ২ সহস্রাধিক শীতার্তের পাশে উপজেলা প্রশাসন

দেশমের পর ফ্রান্সের নতুন কোচ জিদান?

আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

ফ্রান্স জাতীয় দলের কোচিং প্যানেলে বড় পরিবর্তন প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। বর্তমান কোচ দিদিয়ের দেশম ঘোষণা দিয়েছেন যে ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ টুর্নামেন্ট। দীর্ঘ এক যুগ ধরে ফ্রান্সকে নেতৃত্ব দিয়ে তিনি জিতিয়েছেন ২০১৮ বিশ্বকাপ, খেলিয়েছেন ইউরো ২০১৬ ফাইনাল এবং ২০২২ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছেন দলকে। তবে ইউরো ২০২০–এর ব্যর্থতার মতো হতাশাজনক মুহূর্তও ছিল তার সময়ে। দেশমের বিদায়ের প্রেক্ষাপটে ফ্রান্সের ফুটবল সংস্থা একজন বড় মাপের কোচ খুঁজছিল এবং সেখানে সবচেয়ে এগিয়ে আছেন জিনেদিন জিদান।

ফরাসি গণমাধ্যমগুলোর দাবি, জিদানের সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং খসড়া চুক্তিও অনেকদূর অগ্রসর। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দেওয়া জিদানকে অনেকেই দেশমের স্বাভাবিক উত্তরসূরি হিসেবে দেখছেন। কয়েক মাস আগে জিদান নিজেও কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, যদিও তখন তিনি গন্তব্য প্রকাশ করেননি। দেশের ফুটবলের প্রতি তার গভীর টান, ব্যক্তিত্ব, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং খেলোয়াড়ি জীবনের অর্জন তাকে ফরাসি দলের নতুন প্রধান হিসেবে প্রায় অনিবার্য করে তুলেছে। সব ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপের পরই ফ্রান্স দলে শুরু হতে যাচ্ছে জিদানের নতুন অধ্যায়, আর ফরাসি ফুটবলের আশা—পোস্ট-দেশম যুগে দলের নেতৃত্বে নতুন দিশা দেখাবেন দেশের এই কিংবদন্তি ফুটবল আইকন।