মঙ্গলবার | ২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে Logo বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo নোবিপ্রবির আধুনিকায়নে ৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ

পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধারসহ  দুই ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, ২৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে তিনি বাড়ির পূর্ব পাশের একটি কক্ষ তালাবদ্ধ করে বের হন। সম্প্রতি বাড়িটি বিক্রির প্রক্রিয়ায় থাকায় বিভিন্ন লোকজন বাড়িটি পরিদর্শন করছিলেন।
তিনি আরো জানান, ২৯ নভেম্বর দুপুর ৩টার দিকে বাড়িতে ফিরে দেখে—কক্ষটির পূর্ব দিকের জানালার গ্রিল ভাঙা এবং ভেতরে রাখা মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। এ সময় আশপাশের লোকজনকে ঘটনাটি জানালে তারা এসে  চুরির সত্যতা নিশ্চিত হন।
চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল—দুটি সেলাই মেশিন, একটি ইস্টিলের আলমারি ভেঙে নেওয়া প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, রাইস কুকারসহ ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। এ ছাড়াও বিভিন্ন মিলি সাইজের প্রায় ৪ মণ রড এবং  একটি দাঁড়িপাল্লা সহ কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।
ঘটনার পর পলাশবাড়ী থানা পুলিশকে অবহিত করলে ২৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ পৌর শহরের গৃধারীপুর এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী নুরু মোল্লা ও ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলের দোকানে অভিযান চালায়। এ সময় বেশ কিছু  চোরাই মালামাল উদ্ধারসহ ভাঙ্গারি ব্যবসায়ী নুরু মোল্লার ছেলে হৃদয় এবং ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী নুরু মোল্লা জানান, উদ্ধার হওয়া মালামাল তিনি ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলের কাছ থেকে ক্রয় করেছেন। অন্যদিকে শামসুলের দাবী  মালামাল গুলো তার ক্রয় করা। তবে কার কাছ থেকে ক্রয় করেছেন —সে বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, চুরির ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বাকি মালামাল উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৪:২৯:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর এলাকায় স্থানীয় জনতার সহযোগিতায় বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধারসহ  দুই ভাঙ্গারি ব্যবসায়ীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, ২৫ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে তিনি বাড়ির পূর্ব পাশের একটি কক্ষ তালাবদ্ধ করে বের হন। সম্প্রতি বাড়িটি বিক্রির প্রক্রিয়ায় থাকায় বিভিন্ন লোকজন বাড়িটি পরিদর্শন করছিলেন।
তিনি আরো জানান, ২৯ নভেম্বর দুপুর ৩টার দিকে বাড়িতে ফিরে দেখে—কক্ষটির পূর্ব দিকের জানালার গ্রিল ভাঙা এবং ভেতরে রাখা মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে। এ সময় আশপাশের লোকজনকে ঘটনাটি জানালে তারা এসে  চুরির সত্যতা নিশ্চিত হন।
চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল—দুটি সেলাই মেশিন, একটি ইস্টিলের আলমারি ভেঙে নেওয়া প্রায় দুই ভরি স্বর্ণালঙ্কার, রাইস কুকারসহ ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। এ ছাড়াও বিভিন্ন মিলি সাইজের প্রায় ৪ মণ রড এবং  একটি দাঁড়িপাল্লা সহ কমপক্ষে ৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।
ঘটনার পর পলাশবাড়ী থানা পুলিশকে অবহিত করলে ২৯ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুলিশ পৌর শহরের গৃধারীপুর এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী নুরু মোল্লা ও ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলের দোকানে অভিযান চালায়। এ সময় বেশ কিছু  চোরাই মালামাল উদ্ধারসহ ভাঙ্গারি ব্যবসায়ী নুরু মোল্লার ছেলে হৃদয় এবং ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে ব্যবসায়ী নুরু মোল্লা জানান, উদ্ধার হওয়া মালামাল তিনি ভাঙ্গারি ব্যবসায়ী শামসুলের কাছ থেকে ক্রয় করেছেন। অন্যদিকে শামসুলের দাবী  মালামাল গুলো তার ক্রয় করা। তবে কার কাছ থেকে ক্রয় করেছেন —সে বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি।
পলাশবাড়ী থানা পুলিশ জানায়, চুরির ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বাকি মালামাল উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে।