শুক্রবার | ২ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি Logo শামীমের লড়াই ম্লান করে সিলেটের টানা দ্বিতীয় জয় Logo ভালোবাসা আর স্মৃতিতে অমলিন খালেদা জিয়া, কবর জিয়ারতে মানুষের ঢল Logo নিষেধাজ্ঞায় থমকে গেল সুন্দরবনের কাঁকড়া শিকার, অনিশ্চয়তায় কয়রার জেলেপাড়া Logo খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসান Logo রাতে হাসপাতাল ও এতিমখানায় গিয়ে কম্বল বিতরণ করলেন ইউএনও Logo জন্মদিন পালন না করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন জাবি ছাত্রদল নেতার Logo পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন Logo তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত Logo অস্ত্র কিনতে এসে খাগড়াছড়িতে আটক রাঙ্গুনিয়ার আইয়ুব

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর!

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:১০:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৭৫৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটাতে বুধবার একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বৃহস্পতিবার থেকে মার্কিন সরকারের কার্যক্রম ফের শুরু হবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৩ দিনের তহবিল স্থগিতকরণ যুক্তরাষ্ট্রকে অচল করে দেয় এবং লাখ লাখ কর্মীকে বেতন থেকে বঞ্চিত করে।

উদ্ভূত পরিস্থিতির জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করেছে।

গত বুধবার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি প্যাকেজ অনুমোদনের জন্য ভোটে প্রস্তাবটি পাস হয়।

ট্রাম্পের সমর্থন তার দলকে ঐক্যবদ্ধ রেখেছে।

এটি ফেডারেল বিভাগ ও সংস্থাগুলো পুনরায় চালু করবে।

অনেক ডেমোক্র্যাট এটিকে দলীয় নেতাদের আত্মসমর্পণ হিসেবে দেখছেন, তাই তারা ক্ষুব্ধ।

ওভাল অফিসে বিলটি সইয়ের সময় ট্রাম্প ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। তিনি এক বছরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার সময় আমেরিকানদের এই বিশৃঙ্খলার কথা মনে রাখার আহ্বান জানান।

ট্রাম্প আরও বলেন, ‘আজ একটি স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমরা কখনোই জবরদস্তির কাছে নতি স্বীকার করব না।’

সেময় ট্রাম্পকে ছিলেন আনন্দিত রিপাবলিকান আইনপ্রণেতারা, যার মধ্যে অন্যতম ছিলেন হাউস স্পিকার মাইক জনসন।

ট্রাম্প বলেন, ‘যখন আমরা মধ্যবর্তী নির্বাচন কিংবা অন্যান্য বিষয়ে পৌঁছাব, আমাদের দেশের সঙ্গে তারা যা করেছে, তা ভুলে যাবেন।’

তিনি আরও বলেন, আমার স্বাক্ষরের মাধ্যমে ফেডারেল সরকার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে।

সাময়িক ছুটিতে পাঠানো প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী আবারও কাজে যোগ দেবেন। আর যেসব কর্মী কর্মরত ছিলেন কিন্তু বেতন পাননি, তাদের সব বকেয়া পরিশোধ করা হবে।

এর মধ্যে ৬০ হাজারের বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীও রয়েছেন।

ট্যাগস :

নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন মামদানি

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর!

আপডেট সময় : ০১:১০:২৪ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার অবসান ঘটাতে বুধবার একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে বৃহস্পতিবার থেকে মার্কিন সরকারের কার্যক্রম ফের শুরু হবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৩ দিনের তহবিল স্থগিতকরণ যুক্তরাষ্ট্রকে অচল করে দেয় এবং লাখ লাখ কর্মীকে বেতন থেকে বঞ্চিত করে।

উদ্ভূত পরিস্থিতির জন্য রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করেছে।

গত বুধবার রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি প্যাকেজ অনুমোদনের জন্য ভোটে প্রস্তাবটি পাস হয়।

ট্রাম্পের সমর্থন তার দলকে ঐক্যবদ্ধ রেখেছে।

এটি ফেডারেল বিভাগ ও সংস্থাগুলো পুনরায় চালু করবে।

অনেক ডেমোক্র্যাট এটিকে দলীয় নেতাদের আত্মসমর্পণ হিসেবে দেখছেন, তাই তারা ক্ষুব্ধ।

ওভাল অফিসে বিলটি সইয়ের সময় ট্রাম্প ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। তিনি এক বছরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মধ্যবর্তী মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার সময় আমেরিকানদের এই বিশৃঙ্খলার কথা মনে রাখার আহ্বান জানান।

ট্রাম্প আরও বলেন, ‘আজ একটি স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমরা কখনোই জবরদস্তির কাছে নতি স্বীকার করব না।’

সেময় ট্রাম্পকে ছিলেন আনন্দিত রিপাবলিকান আইনপ্রণেতারা, যার মধ্যে অন্যতম ছিলেন হাউস স্পিকার মাইক জনসন।

ট্রাম্প বলেন, ‘যখন আমরা মধ্যবর্তী নির্বাচন কিংবা অন্যান্য বিষয়ে পৌঁছাব, আমাদের দেশের সঙ্গে তারা যা করেছে, তা ভুলে যাবেন।’

তিনি আরও বলেন, আমার স্বাক্ষরের মাধ্যমে ফেডারেল সরকার স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে।

সাময়িক ছুটিতে পাঠানো প্রায় ৬ লাখ ৭০ হাজার সরকারি কর্মচারী আবারও কাজে যোগ দেবেন। আর যেসব কর্মী কর্মরত ছিলেন কিন্তু বেতন পাননি, তাদের সব বকেয়া পরিশোধ করা হবে।

এর মধ্যে ৬০ হাজারের বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীও রয়েছেন।