খুলনা বিশ্ববিদ্যালয়(খুবি) শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আবেগ নিয়ন্ত্রণ দক্ষতা এবং ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সামাজিক ও আবেগগত সুস্থতা (Social Emotional Wellbeing) বিষয়ক একটি পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন লার্নিং সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সহযোগিতা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব।
এ সময় তিনি শিক্ষার্থীদের মানসিক সুস্থতা জোরদারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-নেতৃত্বাধীন মানসিক সচেতনতা ক্লাব গঠনের পরামর্শ দেন। একই সঙ্গে তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, শিক্ষার্থীরা চাইলে সমাজে গভীর ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের চাপ ও প্রতিযোগিতা মোকাবিলায় শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, সুস্থ মানসিকতার শিক্ষার্থীরাই একাডেমিক উৎকর্ষ ও সামাজিক নেতৃত্ব উভয় ক্ষেত্রে সাফল্য দেখায়।
এছাড়াও সেশনটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান। তিনি আবেগ নিয়ন্ত্রণ, স্ট্রেস ম্যানেজমেন্ট, সহমর্মিতা এবং সামাজিক-আবেগগত দক্ষতার বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইন্টারঅ্যাকটিভ আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় IQAC-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দিন, এবং আন্তর্জাতিক বিষয়ক অফিসের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান।
তাছাড়া সেশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিজ্ঞতা-বিনিময় মাধ্যমে সামাজিক ও আবেগগত সুস্থতা সম্পর্কে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জন করেন।
আয়োজকদের মতে, শিক্ষার্থীকেন্দ্রিক এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ে একটি সহায়ক, অন্তর্ভুক্তিমূলক ও মানসিকভাবে সুরক্ষিত পরিবেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




































