শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। নজিরবিহীন এই রাজনৈতিক মিলন ফুটিয়ে তুলেছে রাজনৈতিক সৌহার্দ্য, দলীয় শৃঙ্খলা ও জেলা বিএনপির বর্ষীয়ান নেতাদের ঐক্য। জেলা শহর থেকে শুরু করে সারাদেশে এই ঘটনা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জেলা বিএনপি ও সাতক্ষীরা-০২ (সদর–দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের মহতি উদ্যোগে ঐতিহাসিক এই ঐক্যের জন্ম হয়। এতে দীর্ঘদিনের বিভিন্ন জল্পনা, মতবিরোধ ও মনোনয়ন–সংক্রান্ত উত্তাপ এক নিমিষেই স্তিমিত হয়ে যায়।

দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের নিশ্চিত বিজয় নিশ্চিত করতে সাতক্ষীরা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ অপর দুইজন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল আলিম এবং জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতির বাসভবনে পৃথকভাবে মতবিনিময় করেন। সেখানে সমন্বিত নির্বাচনী কৌশল ও ঐক্য গঠনের প্রস্তাব দিলে উভয় নেতা পূর্ণ সহযোগিতা ও ঐক্যের আশ্বাস প্রদান করেন।

ঐতিহাসিক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ সিয়ামসহ আরও অনেকে।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে দেশব্যাপী প্রায় ৪০টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের বিক্ষোভ, মশাল মিছিলসহ নানা উত্তেজনা বিএনপির রাজনীতিতে এক ধরনের অভ্যন্তরীণ সংকটের জন্ম দেয়। আর সেই সুযোগ কাজে লাগাতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সংকটময় পরিস্থিতিতে সাতক্ষীরার তিন জনপ্রিয় ও হেভিওয়েট নেতার এই অভূতপূর্ব ঐক্য জেলার রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সাতক্ষীরা-০২ আসনে ধানের শীষের বিজয় এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের টানা ৩৩ বছরের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। আব্দুল আলিম লাবসা ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান এবং তাসকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

আপডেট সময় : ০৫:৫৪:১৭ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়েছে সাতক্ষীরা জেলা বিএনপি। নজিরবিহীন এই রাজনৈতিক মিলন ফুটিয়ে তুলেছে রাজনৈতিক সৌহার্দ্য, দলীয় শৃঙ্খলা ও জেলা বিএনপির বর্ষীয়ান নেতাদের ঐক্য। জেলা শহর থেকে শুরু করে সারাদেশে এই ঘটনা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে জেলা বিএনপি ও সাতক্ষীরা-০২ (সদর–দেবহাটা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের মহতি উদ্যোগে ঐতিহাসিক এই ঐক্যের জন্ম হয়। এতে দীর্ঘদিনের বিভিন্ন জল্পনা, মতবিরোধ ও মনোনয়ন–সংক্রান্ত উত্তাপ এক নিমিষেই স্তিমিত হয়ে যায়।

দলীয় সূত্রে জানা গেছে, ধানের শীষের নিশ্চিত বিজয় নিশ্চিত করতে সাতক্ষীরা-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ অপর দুইজন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও সদ্য সাবেক সদস্য সচিব আব্দুল আলিম এবং জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক তাসকিন আহমেদ চিশতির বাসভবনে পৃথকভাবে মতবিনিময় করেন। সেখানে সমন্বিত নির্বাচনী কৌশল ও ঐক্য গঠনের প্রস্তাব দিলে উভয় নেতা পূর্ণ সহযোগিতা ও ঐক্যের আশ্বাস প্রদান করেন।

ঐতিহাসিক এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ তরিকুল হাসান, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেন, আলিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল্লাহ সিয়ামসহ আরও অনেকে।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকে দেশব্যাপী প্রায় ৪০টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের বিক্ষোভ, মশাল মিছিলসহ নানা উত্তেজনা বিএনপির রাজনীতিতে এক ধরনের অভ্যন্তরীণ সংকটের জন্ম দেয়। আর সেই সুযোগ কাজে লাগাতে শুরু করে বাংলাদেশ জামায়াতে ইসলামসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন সংকটময় পরিস্থিতিতে সাতক্ষীরার তিন জনপ্রিয় ও হেভিওয়েট নেতার এই অভূতপূর্ব ঐক্য জেলার রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সাতক্ষীরা-০২ আসনে ধানের শীষের বিজয় এখন অনেকটাই নিশ্চিত বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের টানা ৩৩ বছরের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান। আব্দুল আলিম লাবসা ইউনিয়ন পরিষদের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান এবং তাসকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র।