জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় ২০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বেলগেরোদের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ জানান, আঞ্চলিক রাজধানী বেলগোরোদে বিদ্যুৎ এবং তাপ সরবরাহ নেটওয়ার্কের মারাত্মক ক্ষতি হয়েছে।
টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে বেশ কিছু রাস্তায় চলাচল ব্যাহত হয়েছে। ২০ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার কিনশটেইন জানান, কোরেনেভো গ্রামে একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার ফলে ১০টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
দক্ষিণাঞ্চলীয় ভোরোনেজ অঞ্চলেও একটি গরম সরবরাহ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর আলেকজান্ডার গুসেভ।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ৪৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে ৪৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
























































