সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
৩ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মবিরতি পালন করে।
কর্মবিরতি চলাকালে হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
মেডিকেল টেকনোলজিস্ট রাকিবুল ইসলাম বলেন- করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও ন্যায্য গ্রেড থেকে আমরা বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও টেকনোলজিস্টদের ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে।
ফার্মাসিস্ট নাহিদা ইসলাম বলেন, আমরা কর্মবিরতির মত কঠোর কর্মসূচি পালন করে আসছি স্বাস্থ্যখাতকে আরও বিজ্ঞানভিত্তিক, নিরাপদ ও উন্নত করা এবং পেশার মর্যাদা রক্ষার জন্য। এই সংগ্রাম আমাদের সম্মিলিত অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের সংগ্রাম। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে সামনে কঠোর আন্দোলন যাবার হুঁশিয়ারি দেন তারা।





























