শনিবার | ১৫ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন Logo শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইবিতে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন! Logo রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সি‌টির ফ্রি মে‌ডি‌কেল ক‌্যাম্প ও ‌শিক্ষা উপকরণ বিতরণ Logo চাঁদপুরে ড্যাবের আয়োজনে ৭ নং ওয়ার্ডে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান Logo পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে টাকা সহ ভারতীয় শাড়ী ও শাল চাদর আটক। Logo নোবিপ্রবিতে রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় বাসের তেল চুরি Logo কামারখন্দে জামায়াত নেতার শেল্টারে এক যুবকের সাথে প্রতারণা Logo বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যু Logo ইসলামীপন্থী শাসনে মুসলিম-অমুসলিম সকলের জান-মাল-মর্যাদা সমানভাবে সুরক্ষিত থাকবে -পীর সাহেব চরমোনাই

ইবিতে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র–ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫–২৬ এর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি ক্রীড়া সামগ্রী ক্রয় ও ক্রীড়া উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নাবিলা রহমান। অনুষ্ঠানে রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর মতে, বিজয়–পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ হলেও অংশগ্রহণই শিক্ষার্থীর প্রকৃত অর্জন। তিনি প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি তুলে ধরে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তাঁর জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি গর্বের সঙ্গে জানান, বর্তমানে সরকারের তিনজন সচিবই ইবির সাবেক শিক্ষার্থী। উচ্চশিক্ষা অনেক দেশে ব্যয়বহুল হলেও বাংলাদেশ সরকার সেটিকে সহজলভ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চার বছরই শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত্তি সৃষ্টির সময়। চতুর্থ শিল্পবিপ্লবের প্রতিযোগিতামূলক যুগে দক্ষতা অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতা এখন আর শুধু নিজেদের ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়; দেশের ভেতরে–বাইরে আসা শিক্ষার্থীদের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে। এজন্য কী ধরনের প্রস্তুতি দরকার, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ সহায়তা করা বলেও মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ক্রীড়া সচিবের হাত দিয়ে ইবির ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইবি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল সাফল্য ধরে রেখেছে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইবির ক্রীড়াবিদদের অবদানও তিনি তুলে ধরেন।
উপাচার্য সচিবের প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার সবিনয় আবেদন জানান। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতা–উপযোগী করে তুলতে যুব মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ইবিতে আয়োজনের আহ্বান জানান। তাঁর মতে, প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তৈরি হয়, যা অগ্রগতির জন্য অপরিহার্য।
প্রসঙ্গত, উদ্বোধনী বক্তব্য শেষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন

ইবিতে বার্ষিক ক্রীড়া উৎসবের উদ্বোধন!

আপডেট সময় : ১১:০০:৫৭ অপরাহ্ণ, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র–ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫–২৬ এর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তিনি ক্রীড়া সামগ্রী ক্রয় ও ক্রীড়া উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।
পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ, জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক নাবিলা রহমান। অনুষ্ঠানে রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও কয়েকশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর মতে, বিজয়–পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ হলেও অংশগ্রহণই শিক্ষার্থীর প্রকৃত অর্জন। তিনি প্রতিযোগিতার সঙ্গে যুক্ত সব শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি তুলে ধরে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তাঁর জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি গর্বের সঙ্গে জানান, বর্তমানে সরকারের তিনজন সচিবই ইবির সাবেক শিক্ষার্থী। উচ্চশিক্ষা অনেক দেশে ব্যয়বহুল হলেও বাংলাদেশ সরকার সেটিকে সহজলভ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের চার বছরই শিক্ষার্থীদের ভবিষ্যতের ভিত্তি সৃষ্টির সময়। চতুর্থ শিল্পবিপ্লবের প্রতিযোগিতামূলক যুগে দক্ষতা অর্জনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রতিযোগিতা এখন আর শুধু নিজেদের ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়; দেশের ভেতরে–বাইরে আসা শিক্ষার্থীদের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে। এজন্য কী ধরনের প্রস্তুতি দরকার, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের মেধা বিকাশে সর্বোচ্চ সহায়তা করা বলেও মন্তব্য করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ক্রীড়া সচিবের হাত দিয়ে ইবির ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইবি শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল সাফল্য ধরে রেখেছে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইবির ক্রীড়াবিদদের অবদানও তিনি তুলে ধরেন।
উপাচার্য সচিবের প্রতি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার সবিনয় আবেদন জানান। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতা–উপযোগী করে তুলতে যুব মন্ত্রণালয়ের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ইবিতে আয়োজনের আহ্বান জানান। তাঁর মতে, প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা তৈরি হয়, যা অগ্রগতির জন্য অপরিহার্য।
প্রসঙ্গত, উদ্বোধনী বক্তব্য শেষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।