ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় বিএনপি’র চেয়্যারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে ৮ নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপি।
১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭ টায় ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃমহিউদ্দন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম খান দিপু উপজেলার বিএনপির সহসভাপতি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোঃ বাবুল হোসেন মোল্লা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নায়েব আলী মন্ডল মোঃ আবু সাঈদ মোল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামির হোসেন মন্ডলসহ যুবদল নেতা আব্দুল আলীম বিশ্বাস,মোঃ লাল্টু মন্ডল সাধারণ সম্পাদক যুবদল বিএনপি তাতি দলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ও ৯ নং ওয়ার্ড কৃষক দলের সাধারন সম্পাদক মোঃ সেলিম হোসেন মোল্লাসহ স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

































