রবিবার | ১৮ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo পলাশবাড়ীর ফুটপাতেই ডাক্তারের উপহার, প্রশ্নবিদ্ধ স্বাস্থ্যখাতের নৈতিকতা! Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে  বিএনপি জামায়াত ভোটের  হাড্ডাহাড্ডি লড়াই! আসন পুনরুদ্ধারে মরিয়া  জাপা Logo ‘বাঁধন’ মওলানা ভাসানী হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা Logo পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo আমরা বিএনপি পরিবার’উদ্যোগে সাতক্ষীরায় -৭নং ওয়ার্ডে ঘরে ঘরে ৮ দফার বার্তা Logo সাংবাদিকদের ‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, তোপের মুখে বক্তব্য প্রত্যাহার ড. বদিউল আলমের Logo জীবননগরে কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ Logo জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৭৪৪ বার পড়া হয়েছে
সোহারাফ হোসেন সৌরভ, 
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (০৪ ডিসেম্বর ২০২৫) ভোররাত থেকে সকাল পর্যন্ত ব্যাটালিয়নের পদ্মশাখরা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-০২ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। একইদিন গাজীপুর বিওপির টহল দল গাজীপুর এলাকায় আরও ৩৫ হাজার টাকার ঔষধ জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি দল মেইন পিলার-১৩/৩ এস এর ৬ আরবি এলাকার ভাদিয়ালী গ্রাম থেকে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির দুটি অভিযানিক দল শ্বশানঘাট ও চান্দাপোস্ট এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ উদ্ধার করে। এছাড়া চান্দুরিয়া বিওপির টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
অভিযানগুলোতে জব্দকৃত মালামালের মোট মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় দ্রব্য দেশে পাচার করার চেষ্টা করছিল। এতে যেমন দেশের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি উল্লেখযোগ্য রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এ ধরনের চোরাচালান বিরোধী অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে বিজিবিকে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা

সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

আপডেট সময় : ০৩:৩৭:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
সোহারাফ হোসেন সৌরভ, 
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বুধবার (০৪ ডিসেম্বর ২০২৫) ভোররাত থেকে সকাল পর্যন্ত ব্যাটালিয়নের পদ্মশাখরা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-০২ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। একইদিন গাজীপুর বিওপির টহল দল গাজীপুর এলাকায় আরও ৩৫ হাজার টাকার ঔষধ জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি দল মেইন পিলার-১৩/৩ এস এর ৬ আরবি এলাকার ভাদিয়ালী গ্রাম থেকে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির দুটি অভিযানিক দল শ্বশানঘাট ও চান্দাপোস্ট এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ উদ্ধার করে। এছাড়া চান্দুরিয়া বিওপির টহল দল গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
অভিযানগুলোতে জব্দকৃত মালামালের মোট মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় দ্রব্য দেশে পাচার করার চেষ্টা করছিল। এতে যেমন দেশের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি উল্লেখযোগ্য রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে সরকার।
উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। এ ধরনের চোরাচালান বিরোধী অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে বিজিবিকে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
অভিযানের নেতৃত্ব দেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি, এডি।