বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা Logo কয়রায় আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস পালিত Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক

খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আগামী ৬, ১৩ ও ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ডিসেম্বর ও জানুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কৃষি গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় বিষয়ে আজ ০৩ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।
সভায় উপাচার্য বলেন, খুলনা, ঢাকা, রাজশাহী, জগন্নাথ ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক লোকসমাগম ঘটবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে হলগুলোতে পৌঁছাতে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি সাম্প্রতিক সময়ে খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে বলেন, এ সময়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে কোনো শঙ্কা সৃষ্টি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা যেন না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। গল্লামারী ব্রিজ এলাকাসহ বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে যানজট না হয় এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তারা সঠিক সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারেন, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
এছাড়া তিনি আরও বলেন, বিগত বছরগুলোতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তায় আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এবারও সকল বাহিনী ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নে পূর্বের মতোই সার্বিক নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন।
এছাড়াও সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ভর্তি পরীক্ষা ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, শাখা প্রধান (প্রশাসন) ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান, শাখা প্রধান (এস্টেট) এস এম মোহাম্মদ আলী।
তাছাড়াও প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের এসপি মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, র‌্যাব-৬ এর মোহাম্মদ নজরুল ইসলাম, কেএমপির এডিসি (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহমেদ, এনএসআই খুলনার সহকারী পরিচালক এ কে এম শাহীন ইকবাল, ডিজিএফআই’র সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াছিন, সিআইডির ইন্সপেক্টর মোঃ শাহিন শাহজাহান, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মোঃ ইমাম, হরিণটানা থানার ওসি (তদন্ত) মোঃ টিপু সুলতানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক

খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:৩২:০৭ অপরাহ্ণ, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একইসঙ্গে আগামী ৬, ১৩ ও ২০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ডিসেম্বর ও জানুয়ারি মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কৃষি গুচ্ছ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক সমন্বয় বিষয়ে আজ ০৩ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম।
সভায় উপাচার্য বলেন, খুলনা, ঢাকা, রাজশাহী, জগন্নাথ ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক লোকসমাগম ঘটবে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে হলগুলোতে পৌঁছাতে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি সাম্প্রতিক সময়ে খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ উল্লেখ করে বলেন, এ সময়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে কোনো শঙ্কা সৃষ্টি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা যেন না থাকে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। গল্লামারী ব্রিজ এলাকাসহ বিশ্ববিদ্যালয় এলাকায় যাতে যানজট না হয় এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তারা সঠিক সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারেন, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
এছাড়া তিনি আরও বলেন, বিগত বছরগুলোতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহায়তায় আমরা সফলভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। এবারও সকল বাহিনী ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
সভায় উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্নে পূর্বের মতোই সার্বিক নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেন।
এছাড়াও সভায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ভর্তি পরীক্ষা ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। সভায় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, শাখা প্রধান (প্রশাসন) ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক আবদুর রহমান, শাখা প্রধান (এস্টেট) এস এম মোহাম্মদ আলী।
তাছাড়াও প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ পুলিশের এসপি মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়, খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, র‌্যাব-৬ এর মোহাম্মদ নজরুল ইসলাম, কেএমপির এডিসি (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহমেদ, এনএসআই খুলনার সহকারী পরিচালক এ কে এম শাহীন ইকবাল, ডিজিএফআই’র সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াছিন, সিআইডির ইন্সপেক্টর মোঃ শাহিন শাহজাহান, সিটিএসবির পুলিশ পরিদর্শক মল্লিক মোঃ ইমাম, হরিণটানা থানার ওসি (তদন্ত) মোঃ টিপু সুলতানসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।