খুলনার কয়রা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ২০২৫। বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা এ অনুষ্ঠানে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার মাধ্যমে সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, কয়রা। কর্মসূচিতে অংশীদার হিসেবে উপস্থিত ছিল SDC ও CBM Global Disability Inclusion।
দিবসটি বাস্তবায়ন করেছে Disabled Child Foundation (DCF) এবং Caritas Bangladesh, খুলনা রিজিয়ন।
অনুষ্ঠানে Disability Inclusive Disaster Risk Management in Khulna District (DIDRM), CALL Programme–এর গুরুত্ব তুলে ধরা হয় এবং দুর্যোগ মোকাবিলা ও উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী ব্যক্তিদের দৃশ্যমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইয়াসিন আরাফাত, আলমগীর হোসেনসহ উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, পুনর্বাসন ও কর্মসংস্থানে সবার সহযোগিতা প্রয়োজন। সমাজের প্রতিটি স্তরে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি গড়ে উঠলেই টেকসই উন্নয়ন সম্ভব।






























