বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার Logo ভেঙ্গে পরেছে পলাশবাড়ী উপজেলার প্রশাসনিক ব্যবস্থা! কর্মস্থলে নেই কর্মকর্তারা!জন সেবায় চরম ভোগান্তি Logo চাঁদপুরে মহাসড়ক দখল করে বেপরোয়া অবৈধ বালু ব্যবসা: বিপর্যস্ত জনজীবন Logo হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক কাতারে—৫ নং ওয়ার্ডে ৮ দফা ও ফ্যামিলি কার্ড আলোচনা Logo চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা Logo খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে পিতার দায়েরকৃত মামলায় কুলাঙ্গার সন্তান গ্রেফতার Logo গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে অবহিতকরণ সভা Logo শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা  Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

নোবিপ্রবিতে শিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ স্লোগানে অনুষ্ঠিত হলো শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বাংলা বাজার এবং পুনরায় ক্যাম্পাসে ফিরে কর্মসূচিটি শেষ হয়।

আয়োজকদের মতে, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেয় ৮২০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬০ জন ছিলেন নারী শিক্ষার্থী। প্রায় ৩ কিলোমিটার পথব্যাপী এই ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী জাহেদুল হক। কর্মসূচিতে মোট ৩০ জনকে পদক প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, “নতুন হওয়ায় সকালের ক্যাম্পাস কখনো দেখিনি। আজকের এই আয়োজনের মাধ্যমে একই পোশাকে সবার সঙ্গে দৌড়াতে ভালো লেগেছে। আপুদের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে মেডেল পেয়েছি, এটার অনুভূতি আরও বিশেষ।”

প্রথম হওয়া জাহেদুল হক বলেন, “রান ফর ইউনিটি উইথ শিবির সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। তাই অংশ নিতে ভালো লেগেছে। পরিচিত মুখগুলোকে পাশে পেয়ে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ, এতে প্রথম হতে পেরেছি।”

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠার পর থেকে ছাত্রসমাজের কল্যাণে কাজ করছি। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করি। আজকের কর্মসূচিও তারই অংশ। আমরা শিক্ষার্থীদের বার্তা দিতে চাই, কর্মের মাধ্যমেই দিনের শুরু হোক। যুবসমাজের সাংস্কৃতিক আগ্রাসন থেকে উত্তরণের পথ হলো ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করা।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

নোবিপ্রবিতে শিবিরের ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি

আপডেট সময় : ১১:৪৩:১০ পূর্বাহ্ণ, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ স্লোগানে অনুষ্ঠিত হলো শাখা ছাত্রশিবিরের আয়োজনে ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি। শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে বাংলা বাজার এবং পুনরায় ক্যাম্পাসে ফিরে কর্মসূচিটি শেষ হয়।

আয়োজকদের মতে, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেয় ৮২০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ৬০ জন ছিলেন নারী শিক্ষার্থী। প্রায় ৩ কিলোমিটার পথব্যাপী এই ম্যারাথনে প্রথম স্থান অর্জন করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী জাহেদুল হক। কর্মসূচিতে মোট ৩০ জনকে পদক প্রদান করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া এক নারী শিক্ষার্থী বলেন, “নতুন হওয়ায় সকালের ক্যাম্পাস কখনো দেখিনি। আজকের এই আয়োজনের মাধ্যমে একই পোশাকে সবার সঙ্গে দৌড়াতে ভালো লেগেছে। আপুদের সাথে প্রতিযোগিতায় অংশ নিয়ে মেডেল পেয়েছি, এটার অনুভূতি আরও বিশেষ।”

প্রথম হওয়া জাহেদুল হক বলেন, “রান ফর ইউনিটি উইথ শিবির সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত ছিল। তাই অংশ নিতে ভালো লেগেছে। পরিচিত মুখগুলোকে পাশে পেয়ে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়েছিল। আলহামদুলিল্লাহ, এতে প্রথম হতে পেরেছি।”

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতিষ্ঠার পর থেকে ছাত্রসমাজের কল্যাণে কাজ করছি। তার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করি। আজকের কর্মসূচিও তারই অংশ। আমরা শিক্ষার্থীদের বার্তা দিতে চাই, কর্মের মাধ্যমেই দিনের শুরু হোক। যুবসমাজের সাংস্কৃতিক আগ্রাসন থেকে উত্তরণের পথ হলো ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বন্ধনকে শক্তিশালী করা।”