শিরোনাম :
Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের Logo আন্তর্জাতিক কিশোর ফুটবল আসরে সুযোগ পেয়েছেন আবু তালহা Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি ও খাদ্যশস্য চুক্তি করল ইন্দোনেশিয়া: মন্ত্রী

বাংলাদেশ আর কোনো বিদেশি প্রভুর ইশারায় চলবে না: গোলাম পরওয়ার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:০১:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ আর কোনো বিদেশি প্রভুর ইশারায় চলবে না। নিজেদের শক্তি ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে, ইনশাআল্লাহ।

১৩ জুন (শুক্রবার) চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, বর্তমান সরকার একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার সময়ের দাবি। নির্বাচনী ব্যবস্থায় ও বিভিন্ন রাষ্ট্রীয় সেক্টরে সংস্কার প্রয়োজন। নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হয়, সেজন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। নতুবা আরেকটি ফ্যাসিস্ট শাসক তৈরি হবে।

তিনি জানান, জামায়াত সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, ও প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে।

তিনি আরও বলেন, হাসিনা দিল্লির তাবেদারি করে দেশ চালিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে জনগণ অংশ নেয়নি। এমনকি এরশাদকেও ভারত জোর করে নির্বাচনে পাঠিয়েছিল। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি আজ চরম সংকটে।

সভায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে পরওয়ার বলেন, “জামায়াতের ইতিহাস ও ঐতিহ্য সম্মানের। তাই নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়ি করা সংগঠনের আদর্শের পরিপন্থী। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের বিজয় দান করবেন।”

সমাবেশে বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম জানান, প্রয়োজনে জামায়াত বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে। তিনি বলেন, আমিরে জামায়াত মকবুল আহমদ নিজ আসনও ছাড়তে প্রস্তুত, যদি জাতির স্বার্থে প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, দ্বিমুখী আচরণ পরিহার করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা উচিত। সত্যকে সত্য ও অন্যায়কে অন্যায় বলে ঘোষণা করাই প্রকৃত জিহাদ।

মুহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী এলাকায় সুপরিচিত। এবার অতীতের চেয়ে আরও বেশি ত্যাগ স্বীকার করে একটি ঐতিহাসিক বিজয়ের পথ তৈরি করতে হবে। আমাদের স্বপ্ন— ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া এবং কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ

বাংলাদেশ আর কোনো বিদেশি প্রভুর ইশারায় চলবে না: গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৮:০১:০৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জুন ২০২৫

জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ আর কোনো বিদেশি প্রভুর ইশারায় চলবে না। নিজেদের শক্তি ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে, ইনশাআল্লাহ।

১৩ জুন (শুক্রবার) চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, বর্তমান সরকার একটি ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার সময়ের দাবি। নির্বাচনী ব্যবস্থায় ও বিভিন্ন রাষ্ট্রীয় সেক্টরে সংস্কার প্রয়োজন। নির্বাচন যেন অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ হয়, সেজন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। নতুবা আরেকটি ফ্যাসিস্ট শাসক তৈরি হবে।

তিনি জানান, জামায়াত সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু, ও প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে।

তিনি আরও বলেন, হাসিনা দিল্লির তাবেদারি করে দেশ চালিয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে জনগণ অংশ নেয়নি। এমনকি এরশাদকেও ভারত জোর করে নির্বাচনে পাঠিয়েছিল। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি আজ চরম সংকটে।

সভায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে পরওয়ার বলেন, “জামায়াতের ইতিহাস ও ঐতিহ্য সম্মানের। তাই নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে সামাজিক মাধ্যমে কাদা ছোড়াছুড়ি করা সংগঠনের আদর্শের পরিপন্থী। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের বিজয় দান করবেন।”

সমাবেশে বিশেষ অতিথি মাওলানা আব্দুল হালিম জানান, প্রয়োজনে জামায়াত বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে। তিনি বলেন, আমিরে জামায়াত মকবুল আহমদ নিজ আসনও ছাড়তে প্রস্তুত, যদি জাতির স্বার্থে প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, দ্বিমুখী আচরণ পরিহার করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা উচিত। সত্যকে সত্য ও অন্যায়কে অন্যায় বলে ঘোষণা করাই প্রকৃত জিহাদ।

মুহাম্মদ শাহজাহান বলেন, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরী এলাকায় সুপরিচিত। এবার অতীতের চেয়ে আরও বেশি ত্যাগ স্বীকার করে একটি ঐতিহাসিক বিজয়ের পথ তৈরি করতে হবে। আমাদের স্বপ্ন— ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া এবং কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক।