ম্যাজিক চিরুনি!

  • আপডেট সময় : ১২:৩৯:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এ যেন এক ম্যাজিক চিরুনি। বিশ্বাস হচ্ছে না? ভারতে দিল্লির প্রগতি ময়দানে এক মেলাতে এমনই চিরুনির দেখা পাওয়া যাচ্ছে। প্রগতি ময়দানের ওই বিশেষ মেলার বিশেষ বৈশিষ্ট্য হল, সেখানে জনগণ যান অন্য ধরনের, চমকে দেওয়ার মতো জিনিস দেখতে এবং কিনতে। ওই মেলা অনেকটা ব্যাতিক্রম। এক বিশেষ ধরনের চিরুনি পাওয়া যাচ্ছে এই মেলাতে, যা ব্যবহার করলে, আপনার মাথায় খুশকির সমস্যা কমে যাবে। নিমকাঠের থেকে তৈরি এই চিরুনি ব্যাকটিরিয়া, ফাংগাস থেকে শুরু করে খুশকি থেকে মাথার স্কাল্পের সমস্যা, চুলকুনি এসব কিছু প্রতিরোধ করবে বলে জানা গেছে। এই চিরুনি যাঁরা কিনেছেন, তাঁরা আবারও ভিড় জমিয়েছেন সেখানে। তারাই জানান, এর ব্যবহারে চুল পড়ার সমস্যা নাকি অনেকটাই কমে গেছে। এই চিরুনির দোকানের বিক্রেতার মতে, প্রাকৃতিক উপাদানে তৈরি বলেই এই চিরুনির এত কদর। এ জন্যই অনেকের কাছে এ যেন ম্যাজিক চিরুনি!

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক সম্রজ্ঞী মিনি বেগম মাদক বিক্রয়কালে হাতেনাতে গ্রেফতার

ম্যাজিক চিরুনি!

আপডেট সময় : ১২:৩৯:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

এ যেন এক ম্যাজিক চিরুনি। বিশ্বাস হচ্ছে না? ভারতে দিল্লির প্রগতি ময়দানে এক মেলাতে এমনই চিরুনির দেখা পাওয়া যাচ্ছে। প্রগতি ময়দানের ওই বিশেষ মেলার বিশেষ বৈশিষ্ট্য হল, সেখানে জনগণ যান অন্য ধরনের, চমকে দেওয়ার মতো জিনিস দেখতে এবং কিনতে। ওই মেলা অনেকটা ব্যাতিক্রম। এক বিশেষ ধরনের চিরুনি পাওয়া যাচ্ছে এই মেলাতে, যা ব্যবহার করলে, আপনার মাথায় খুশকির সমস্যা কমে যাবে। নিমকাঠের থেকে তৈরি এই চিরুনি ব্যাকটিরিয়া, ফাংগাস থেকে শুরু করে খুশকি থেকে মাথার স্কাল্পের সমস্যা, চুলকুনি এসব কিছু প্রতিরোধ করবে বলে জানা গেছে। এই চিরুনি যাঁরা কিনেছেন, তাঁরা আবারও ভিড় জমিয়েছেন সেখানে। তারাই জানান, এর ব্যবহারে চুল পড়ার সমস্যা নাকি অনেকটাই কমে গেছে। এই চিরুনির দোকানের বিক্রেতার মতে, প্রাকৃতিক উপাদানে তৈরি বলেই এই চিরুনির এত কদর। এ জন্যই অনেকের কাছে এ যেন ম্যাজিক চিরুনি!